স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে শেষ ওয়ানডেতে বাংলাদেশি বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়েছেন ইশান কিশান। করেছেন ডাবল সেঞ্চুরি। এবার সাদা পোশাকের ক্রিকেটে টাইগার বোলারদের জন্য আতঙ্ক হয়ে দেখা দিতে পারেন ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। কারণ, এই বাঁহাতি ব্যাটার টেস্ট ক্রিকেটারও খেলেন আগ্রাসী মেজাজে।
পেসারদের বলেও কাট, পুল সহ বাহারি শটে উত্তাল করে তুলেন পরিস্থিতি। তাকে কীভাবে ঠেকাবেন বাংলাদেশি বোলাররা?
চলতি বছর জুলাই মাসে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ যে টেস্ট খেলেছিলেন পন্থ, দুই ইনিংসেই আগ্রাসী ব্যাটিং করেছিলেন। বার্মিংহামে প্রথম ইনিংসে ১১১ বলে ১৪৬ করার পর দ্বিতীয় ইনিংসে ৮৬ বলে করেন ৫৭। এই পন্থকে আটকানোর পরিকল্পনা নিয়ে আজ তাসকিন আহমেদ বলেন, ‘পরিকল্পনা গোপন রাখব, নাহলে তো ঋষভ পন্থ জেনে যাবে (হাসি)। অবশ্যই তারা সবাই দারুণ খেলোয়াড়। আমাদের অনেক ডিসিপ্লিনড হতে হবে, পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। ভালো পরিকল্পনা নিয়ে আসতে হবে। এবং তা প্রয়োগ করতে হবে। এটাই গুরুত্বপূর্ণ। ‘
এদিকে আজ নেট অনুশীলনেও আগ্রাসী ব্যাটিং করেছেন পন্থ। প্রথমেই বোলিং কোচ পারাজ মাম্ব্রের থেকে বাড়তি সময় চেয়ে নিয়েছিলেন। নেট বোলার হিসেবে ছিলেন দুই বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল, সৌরভ কুমার, রিষ্ট স্পিনার কুলদীপ যাদব ও পেসার শার্দুল ঠাকুর। তাদের বলে ব্যাট হাতে এমন ঝড় তুললেন পন্থ, যা আতঙ্কেরই বটে। তাছাড়া টেস্টে সব ধরণের স্পিনারদের বিপক্ষেই পান্তের রেকর্ড ঈষর্ণীয়।
মরক্কান ফুটবল ভক্তদের দোহায় নিতে ৩০টি বিশেষ ফ্লাইট, টিকিটে মূল্য ছাড়
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.