বিনোদন ডেস্ক: আলি ফজল ও রিচা চাড্ডা কিছুদিন আগেই বিয়ের ঘোষণা করেছেন। আগামী সেপ্টেম্বরেই বিয়ে করছেন তাঁরা। ২০২১ সালে তাঁদের গাঁটছড়া বাঁধার কথা থাকলেও কভিডের কারণে বিলম্ব ঘটে। সেপ্টেম্বরে বিয়ে করছেন তাঁরা।
মুম্বাইয়ে প্রায় ৪০০ অতিথির সমন্বয়ে অনুষ্ঠিত হবে তাঁদের রিসেপশন।
ইতিমধ্যে আলি ফজল ও রিচা চাড্ডার বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে। হাতে আছে মাত্র এক মাস। ২০২২ সালের সেপ্টেম্বরেই বিয়ে করতে প্রস্তুত তাঁরা। তবে তাঁদের ওয়েডিং ডেস্টিনেশন বিদেশে নয়, দিল্লিতে সম্পন্ন হবে। আপাতত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতেই বিয়ের অনুষ্ঠান সুসম্পন্ন হবে তাঁদের৷ দিল্লিতে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তাঁদের পরিবারের লোকজন বেশির ভাগ সেখানেই থাকেন।
অক্টোবরের প্রথম সপ্তাহে মুম্বাইয়ে রিসেপশন হবে তাঁদের। আর মুম্বাইয়েই ৩৫০-৪০০ অতিথিকে নিয়ে একটি গ্র্যান্ড রিসেপশন আয়োজন করবেন তাঁরা। ইতিমধ্যে নিমন্ত্রণ শুরু হয়ে গেছে।
অভিনেতা আলি ফজল বিয়ে প্রসঙ্গে গত বছর একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘যে মুহূর্তে সব কিছু খুলে গেল, সেই মুহূর্তে আমরা আমাদের কাজের প্রতিশ্রুতির জন্য সব কিছু শেষ করলাম। সম্ভাব্য ২০২২ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে, আমরা বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করব। তবে কভিড-১৯ প্রটোকল এবং নিয়মানুসারে কতটা নিয়ম পালন করে এই অনুষ্ঠান সম্পন্ন করব তা জানি না। ’
প্রসঙ্গত, ২০১২ সালে ‘ফুকরে’ সিনেমার শ্যুটিংয়ে অভিনেতা আলি ফজল ও রিচা চাড্ডার প্রথম পরিচয় হয়। তারপর সাত বছর চুটিয়ে প্রেম করেন তাঁরা। ২০১৯ সালে রিচাকে বিয়ের প্রস্তাব দেন আলি ফজল। ২০২০ সালে বিয়ে করার কথা থাকলেও, কাঁটা হয়ে দাঁড়ায় করোনা। ঘনিষ্ঠ সূত্রে খবর, শীঘ্রই বিয়ে করতে চলেছেন দুজনে। এবার করোনা পরিস্থিতি শিথিল হতেই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।
ভেনিসে আলি ফজলের হলিউড ফিল্ম ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারে এই জুটি তাঁদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন। রেড কার্পেটে হাতে হাত রেখে হেঁটেছিলেন আলি এবং রিচা।
এই মুহূর্তে রিচা চাড্ডা ‘ফুক্রে থ্রি’ এবং ‘অভি তো পার্টি শুরু হুই হ্যায়’ ছবির কাজ শুরু করেছেন। এ ছাড়াও তিনি আলি ফজলের সঙ্গে ‘গার্লস উইল বি গার্লস’ চলচ্চিত্র প্রযোজনা করছেন। আলি ফজল ‘ফুক্রে থ্রি’তে রিচার সঙ্গেই স্ক্রিন শেয়ার করবেন।
আলিকে শেষবার হলিউড ফিল্ম ‘ডেথ অন দ্য নাইল’-এ দেখা গিয়েছিল। মিস্ট্রি থ্রিলারটিতে আরো অভিনয় করেছিলেন গ্যাল গ্যাডট, অ্যানেট বেনিং, রাসেল ব্র্যান্ড, ডন ফ্রেঞ্চ ও আর্মি হ্যামার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।