পরিণীতি ও রাঘবের বাগদানে আমন্ত্রিত যারা

পরিণীতি চোপড়া

বিনোদন ডেস্ক : বেশ কয়েকমাস ধরেই বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও সংসদ সদস্য রাঘব চাড্ডার প্রেমের গুঞ্জন চলছে। বাগদান ও বিয়ে নিয়েও নানা কথা উড়ে বেড়াচ্ছে বলিউডের হাওয়ায়। এবার সেই খবর সত্য হতে চলেছে। এদিকে বোনের বিয়েতে যোগ দিতে ভারতে আসছেন প্রিয়াঙ্কা চোপড়া ।

পরিণীতি চোপড়া

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এবং এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আজ শনিবার বিকেলেই পরিণীতি চোপড়া আর রাঘব চাড্ডার আংটি বদল। আর সেই উপলক্ষে দিল্লির কনট প্লেসের কাপুরথালা হাউসে চলছে আয়োজন। যদিও মুখ বন্ধই রেখেছে দুই পরিবার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, একটি ফ্যানপেজ থেকে প্রিয়াঙ্কার একটি সেলফি শেয়ার করা হয়েছে। যা অভিনেত্রী তুলেছেন লন্ডন এয়ারপোর্টে কোনো এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে। যার থেকে ধারণা করা হচ্ছে, তুতো বোনের বিয়েতে যোগ দিতেই ভারতে আসছেন তিনি।

বাগদান অনুষ্ঠানে যোগ দিতে নিমন্ত্রণ করা হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া সঙ্গে থাকছেন নিক জোনাস, তাদের ছোট্ট মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস। বলিউডের পরিচালক, প্রযোজক করণ জোহারকেও। থাকছেন পরিণীতির প্রিয় বন্ধু ব্যাডমিন্টন খেলোয়াড় সানিয়া মির্জা, থাকতে পারেন ফ্যাশান ডিজাইনার মাণীশ মালহোত্রা, তিনিই মূলত পরিণীতির বাগদানের পোশাক ডিজাইন করেছেন।

এছাড়া থাকছেন দুই পরিবারের আত্মীয়-স্বজন ও কাছের বন্ধুরা। ব্যক্তিগত পরিসরেই এই সেলিব্রেশন হচ্ছে। বাগদানের পর রাতে বন্ধুদের জন্য বিশেষ পার্টি রাখা হয়েছে। পরিণীতির দুই ভাই সহজ ও শিবাঙ্গ চোপড়াই নাকি সমস্ত আয়োজনের দায়িত্বে রয়েছেন।

একটি ইলিশ মাছ বিক্রি হলো ৯ হাজার ৮০০ টাকায়

উল্লেখ্য, রাঘব চাড্ডা ও পরিণীতির সম্পর্ক নাকি কলেজে পড়ার সময় থেকেই। দুই জগতের দুই তারকা কলেজ জীবনের বন্ধু। একসঙ্গে লন্ডনে পড়াশোনা করেছেন তারা। শোনা যাচ্ছে, এখন বাগদান হলেও বিয়ে হবে অক্টোবরে। বিদেশ নয়, বরং দেশেই হবে শুভানুষ্ঠান। খুব সম্ভবত রাজস্থানই থাকবে ভেন্যু।