নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বাড়ির পাশে পরিত্যক্ত একটি গোয়ালঘর থেকে রাজিয়া সুলতানা নাদিয়া (১৬) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ উদ্ধারের বিষয় নিশ্চিত করেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান। এর আগে গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রী রাজিয়া সুলতানা নাদিয়া শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের মো. রাজু মিয়ার মেয়ে। সে স্থানীয় পিয়ার আলী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্বজনদের বরাত দিয়ে এসআই নাজমুল বলেন, ‘গতকাল রাতের খাবার খেয়ে যে যার ঘরে চলে যায়। রাত ১০টার পর রাজিয়াকে তার মা ডাকতে থাকেন। এ সময় মেয়েকে কোথায় না পেয়ে বাড়ির আশপাশে খোঁজ করতে থাকেন। খোঁজ করার এক পর্যায় বাড়ির পাশে পরিত্যক্ত গোয়ালঘরে রাজিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান তার মা। এ সময় তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। তবে রাজিয়ার মৃত্যু কারণ জানাতে পারেনি পরিবার।
এসআই আরো বলেন, স্বজনদের লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
রাজমিস্ত্রীকে পিটিয়ে হত্যা: গাজীপুরে বিএনপি নেতা লিটন বহিষ্কার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।