আন্তর্জাতিক ডেস্ক : কংগ্রেসের প্রধান হিসেবে গান্ধী পরিবারের কোনো সদস্যকে দেখতে চান না দলটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। ‘ইন্ডিয়া টুমরো’ বইয়ে এ কথা জানিয়েছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রিয়াঙ্কার ভাই রাহুল গান্ধী যখন দলটির প্রধানের পদ থেকে পদত্যাগ করেন, তখন তিনিও একই কথা বলেছিলেন।
রাহুলের সঙ্গে কণ্ঠ মিলিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘সে (রাহুল) বলেছিল, আমাদের (পরিবারের) কারোই দলের প্রধান হিসেবে থাকা উচিত না এবং তার সঙ্গে আমি সম্পূর্ণ সহমত পোষণ করছি।’
প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্রের নামে ওঠা দুর্নীতির অভিযোগ সম্পর্কে প্রিয়াঙ্কা বলেছেন, ‘এসব প্রচারের ফলে আমাদের সন্তানদের ওপর খারাপ প্রভাব পড়েছে।’
তিনি বলেন, ‘অভিযোগ ওঠার পর প্রথমেই আমি গিয়েছি আমার ১৩ বছর বয়সী ছেলের কাছে এবং তাকে প্রতিটি লেনদেনের হিসাব দেখিয়েছি। একইভাবে দেখিয়েছি আমার মেয়েকেও। আমি কোনো ভুল করলে বা আমার কোনো দুর্বলতা থাকলে সেটাও আমি আমার সন্তানদের কাছে লুকাই না।’
বইয়ের এক প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা জানান, সময় এসেছে পরিবারের বাইরে থেকে যোগ্য নেতা খোঁজার। এ বিষয়ে দলেরও সম্মতি জানানো উচিত বলে মনে করেন তিনি।
দলের অগ্রগতিতে পরিবারের ভূমিকাকে কীভাবে দেখেন প্রিয়াঙ্কা গান্ধী-এমন প্রশ্নের জবাবে কংগ্রেস সাধারণ সম্পাদক বলেন, ‘যদি আমরা নতুন নেতৃত্বকে উদ্বুদ্ধ করতে পারি, তবেই আমরা সফল বলে মনে করব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।