নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির আওতায় রোববার (১৩ জুলাই) দুপুরে কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের পোটান মেফতাহুল উলুম মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই আয়োজন সম্পন্ন হয়।
কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা মনিরুজ্জামান খান লাবলু। তিনি বলেন, “বর্তমানে পরিবেশ বিপর্যয় আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই গাছ লাগানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নৈতিক অঙ্গীকারও।”
আয়োজনে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরাও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি এতিম শিশুদের মাঝেও চারা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, একদিনের কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ না থেকে এই উদ্যোগকে ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। শুধু গাছ লাগানো নয়, চারাগুলোর পরিচর্যার বিষয়েও তারা প্রতিশ্রুতিবদ্ধ।
এসময় পরিবেশ সচেতনতা বাড়ানো এবং নতুন প্রজন্মকে সবুজ ও টেকসই একটি ভবিষ্যৎ উপহার দেওয়ার লক্ষ্যেও গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা জানান, প্রতি মৌসুমেই এমন পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।