গোপালগঞ্জ শহরে রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপটে টানা তৃতীয় দিনের মতো চলা কারফিউ ৩ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত নতুন করে জারি করা কারফিউ আবার শুরু হবে দুপুর দুইটা থেকে।
শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকেই শহরের রাস্তাঘাট ছিল কার্যত ফাঁকা। জরুরি প্রয়োজন ছাড়া অধিকাংশ মানুষ ঘর থেকে বের হননি। তবে জীবিকার তাগিদে কিছু শ্রমজীবী মানুষ, দিনমজুর ও ভ্যানচালকদের দেখা গেছে রাস্তায়। অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ, যদিও শহরের কাঁচাবাজার ও পাইকারি দোকানগুলোতে কিছুটা জনসমাগম লক্ষ্য করা গেছে।
তবে শুক্রবার সকাল পর্যন্ত শহরের প্রধান সড়কগুলো ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতি তেমন চোখে পড়েনি।
স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রশাসনের টহল কিছুটা শিথিল হলেও শহরের পরিবেশ এখনো থমথমে।
প্রসঙ্গত, বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়ে এনসিপির নেতারা। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষ হয়। এতে নিহত হয় ৫ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।