বিনোদন ডেস্ক : ঢাকাই চলচিত্রের আলোচিত সমালোচিত নায়িকা পরীমনি তার বাসায় নিয়মিত বসতো মদের আড্ডা। তাছাড়াও এখানে অশ্লালীন কাজ হতো। ঢাকার বনানী ১৯/এ সড়কের ১২ নম্বর বাড়ির পাঁচতলাতে থাকেন চিত্রনায়িকা পরীমনি।
ফ্ল্যালটিতে ছিলো নামাদামী ব্যক্তিদের আনাগুনা। এই ফ্ল্যাটে রাত বারার সাথে সাথে আসতো ভিআইপি ও দেশের শিল্পপতিরা। এখানে নিয়মিত বসতো নিয়মিত মদের আসর বসাতেন তিনি। চলত পার্টি ও গান-বাজনা।
সূত্রে জানা যায়, পরীমনির বাসায় নিয়মিত আড্ডা বাসতো। এখানে এখন পর্যন্ত ১০ জন শিল্পপতি, পাঁচজন ব্যবসায়ী, একজন ব্যাংকের কর্ণধারসহ ১৭-১৮ জনের একটি সিন্ডিকেট পাওয়া গেছে, যারা নিয়মিত এসব পার্টিতে যেতেন।
পরীমনির বাসায় ছিলো একটি সজ্জিত রুম। সেখানে দেশ বিদেশেন নামীদামী সব ব্যান্ডের মদ পাওয়া যেতো। এই বাসায় মদ খাওয়ার জন্য বাহারি রঙের একটি গ্লাসও ছিলো।
মদের তার দমের মিনিবারে যারা আসছেন তারা সবাই ছিলো ধনাঢ্য। এমনি এই আসরে অংশনিতেন বড়লোকের বখে যাওয়া সন্তানরা। তাদের মধ্যে অনেকেই আবার দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়ায় পার্টিতে অংশ নিতেন।
বিভিন্ন সময়ে বিদেশে পার্টি করতে যেতেন বিদেশি নাগরিকদের আমন্ত্রণে একটি সিন্ডিকেট বাংলাদেশ থেকে তাদের আমন্ত্রণ জানিয়ে দেশের বাইরে নিতেন।
সূত্র বলছে, কয়েকটি ব্যাংকে পরীর মোটা অঙ্কের টাকা রয়েছে। যার বেশিরভাগই তিনি পেয়েছেন শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে। টাকার নেশা তাকে ছাড়ে না। পরী তার ঘনিষ্ঠ মডেলদের মাধ্যমে একটি চক্র গড়ে তোলেন। তাদের মাধ্যমে অনেকে ব্ল্যাকমেইলিংয়ের শিকার হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


