আমাদের দুজনের কবরটাও একসঙ্গে হবে, পরীমনিকে নিয়ে রাজ

বিনোদন ডেস্ক: পরীমনি মা হচ্ছেন এ খবর এখনও পুরনো হয়নি। কেননা সন্তানের বাবা শরীফুল রাজের উচ্ছ্বাস এখনো থামেনি। কিভাবে প্রণয় থেকে পরিণয়? শরীফুল রাজ এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ‘আসলে গিয়াস উদ্দিন সেলিমের শুটিং সেটে আমাদের আলাপ গাঢ় হয়। ধীরে ধীরে একটা ভালো লাগা তৈরি হয়, সেই ভালো লাগা হয়তো ভালোবাসায় পরিণত হয়, এর পরেই আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই।’

শরীফুল রাজ বলেন, পরীমনি কখনোই আমাকে ছেড়ে যাবে না, আমিও যাবো না। আমাদের দুজনের কবরটাও একসঙ্গে হবে।’

সোমবার দুপুরে রাজের ফেসবুক থেকে একটি ছবি পোস্ট করা হয়। শরীফুল রাজ সেখানে লিখেছেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী।’ শরীফুল রাজ জানালেন বিয়ের অনুষ্ঠান করবেন বেশ করেই। আপাতত অনাগত সন্তানের জন্য আমাদের অপেক্ষা ও পরীমনির পরিচর্যার বিষয়টি লক্ষ্য রাখতে হবে।

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘গুণীন’ চলচ্চিত্রের মাধ্যমে রাজ-পরীর পরিচয়। যতোটুকু জেনেছি, শুটিং সেটেই তারা একে অন্যের প্রেমে পড়েন। সেই সময়েই তারা নাকি বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। আমরা অবশ্য এ বিষয়ে তখন কিছুই জানতাম না।

এদিকে নতুন খবর হচ্ছে নির্বাচনে দাঁড়াচ্ছেন পরীমনি। ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র ২০২২-২৩ মেয়াদের নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বিভিন্ন কারণে আলোচিত নায়িকা পরীমনি। জানা যায়, ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হচ্ছেন পরীমনি।

ইতোমধ্যে নাকি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।

শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে প্যানেলের সদস্যদের নিয়ে মঙ্গলবার (১১ জানুয়ারি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কাঞ্চন-নিপুণ। ওই সময় পরীমনির জন্যও মনোনয়নপত্র তোলা হয় বলে সূত্রের খবর। আরও জানায়, পরীমনি তার মনোনয়নপত্রে সাক্ষরও করেছেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে পরীমনি ছাড়াও আরও অংশ নিচ্ছেন শাকিল খান, রিয়াজ, ফেরদৌস, সাইমন, কেয়া, ইমন, নিরব’সহ আরও কয়েকজন অভিনয়শিল্পী। তবে পূর্ণাঙ্গ প্যানেল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।

প্রসঙ্গত, শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রথম আঁচ পাওয়া যায় ‘গুনিন’ সিনেমার শুটিং চলাকালীন পরীমনির একটি ফেসবুক স্ট্যাটাসে। যেখানে রাজের সঙ্গে একটি ছবি শেয়ার করে হ্যাশট্যাগে পরী লিখেছিলেন, ‘রাজপরী’। তারআগে পরীর জন্মদিনের পার্টিতেও রাজের সঙ্গে পরীর গল্প তৈরি হয়।

মিথিলার সঙ্গে সৌরভের গোপন দৃশ্য ভাইরাল

নড়াইলের মেয়ে শামসুন্নাহার স্মৃতি চলচ্চিত্রে পরীমনি নাম নিয়ে ২০১৫ সালে নামার পর দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন। ইতোমধ্যে ৩০ টির কাছাকাছি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এদিকে শরীফুল রাজ আইসক্রিম চলচ্চিত্রের মাধ্যমে শোবিজে আলোচনায় আসেন। ন ডরাই চলচ্চিত্রের মাধ্যমে সমালোচকদের দৃষ্টি কাড়েন।