কিছু দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল। তবে ঘরোয়া ক্রিকেটে এখনো খেলে যাচ্ছেন। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই টুর্নামেন্টে আগামী আসরেও তামিমকে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মেগা ফাইনালে চিটাগাংয়ের মুখোমুখি বরিশাল। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায়।
ফাইনালে বরিশালকে নেতৃত্ব দেবেন তামিম। বিপিএলের ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে তামিমকে প্রশ্ন করা হয় পরের আসরেও তাকে দেখা যাবে কি না? এমন প্রশ্নের উত্তরে বরিশাল অধিনায়ক বলেন, ‘ইনশাল্লাহ… অবশ্যই।’
ফাইনালে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন তামিম। তিনি বলেন, ‘যে দল বেশি শান্ত থাকবে, সে দলেরই জেতার সুযোগ বেশি। কোয়ালিফাইয়ের ম্যাচগুলোতে এবার আমি বেশি চাপে ছিলাম। ফাইনাল খেলার সৌভাগ্য এর আগে দু’বার হয়েছে আমার। কুমিল্লা ও বরিশালের বিপক্ষে একবার করে। সাধারণত ফাইনাল নিয়ে আমি বেশি কিছু ভাবি না। আশা করি কালকের দিনটাও এরকমই যাক।’
বরিশাল অধিনায়ক আরও বলেন, ‘আমরা সবাই বলি ফাইনাল আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে এমন অবস্থায় আপনাকে অবশ্যই অনেক বেশি শান্ত থাকতে হবে। আপনার যদি নার্ভাসনেস কাজ করে, আর আপনি যদি চাপ সরাতে না পারেন তাহলে আপনি ভুল করবেন। এটাই আমার চাবিকাঠি। যে দল বেশি শান্ত থাকবে, তাদের সুযোগ বেশি থাকবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।