বিনোদন ডেস্ক: প’র্নগ্রাফি মামলায় গ্রেফতার হয়ে দুই মাস কারাগারে ছিলেন বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা। ৫০ হাজার রুপি মুচলেকা দেয়ার শর্তে ২০ সেপ্টেম্বর জামিন পান তিনি। ওই ঘটনায় তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন শিল্পা। এ ঘটনায় তার ভাবমূর্তি প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলো। এ নিয়ে এতোদিন চুপ ছিলেন শিল্পার স্বামী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প’র্নকা’ণ্ডে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ।
তিনি জানান, ‘প’র্নকা’ণ্ডের নামে আমার বিরুদ্ধে প্রচুর ভুয়া খবর রটেছে। অনেকেই এ সময়ের সুযোগ নিয়ে আমার বদনাম করেছে। আমি এতোদিন এসব নিয়ে চুপ থাকার মানে এ নয় যে এগুলো আমি মেনে নিয়েছি। আমার চুপ থাকাটা দুর্বলতাও নয়।
আমি কখনোই প’র্ন ছবির ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম না। এখনো জড়িত নই। যেহেতু পুরো বিষয়টা এখনো আইনের হাতে তাই এসব নিয়ে এর বেশি কিছু মন্তব্য করতে চাই না। আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। সত্যিটা একদিন সামনে আসবেই। সমস্যা হচ্ছে এসব ঘটনায় সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে আমার পরিবার। যা সহ্য করা আমার পক্ষে খুবই কষ্টকর। এটা দুঃখজনক।’
গত ১৯ জুলাই গ্রেফতার করা হয়েছিলো শিল্পা শেঠির স্বামীকে। প্রায় দুই মাস পর ৫০ হাজার টাকার বিনিময়ে তার জামিন মঞ্জুর করে মুম্বাইয়ের আদালত।
ঘটনার সূত্রপাত হয়েছিলো চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। শোনা যায়, সেই সময় নারীদের দিয়ে প’র্ন ফিল্ম শুট করানোর অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। সেই সূত্র ধরেই অভিনেত্রী গেহনা বশিষ্ঠকে গ্রেফতার করা হয়। গেহনার সূত্র ধরেই নাকি রাজের প’র্ন ফিল্মের ব্যবসায় জড়িত থাকার তথ্য পায় পুলিশ।
হটশটস অ্যাপের মাধ্যমে নাকি এ প’র্নোগ্রা’ফির ব্যবসা চালাচ্ছিলেন রাজ কুন্দ্রা ও তার সঙ্গীরা। অ্যাপের যে স্ক্রিনশট ভাইরাল হয়েছে তাতে ‘মিসিং কন্ডোম’, ‘গেট ডার্টি’, ‘বিকিনি যোগা’র মতো কনটেন্ট দেখা যায়। সূত্রের খবর মানলে, শর্ট ফিল্ম, এইচডি ভিডিও, ফটোশুটের ভিডিও আপলোড করা হতো। আবার লাস্যময়ী মডেলদের সঙ্গে নাকি লাইভ কমিউনিকেশন করার সুযোগও থাকত।
কিছুদিন আগেই এ মাম’লা’র সাপ্লি’মেন্টারি চা’র্জশিট আদালতে জমা দেয় মুম্বাই পুলিশ। অপরাধ দমন শাখার জমা দেয়া ওই চার্জশিটে নথিভুক্ত হয়েছে শিল্পা শেঠি, শার্লিন চোপড়াসহ আরো ৪৩ জনের জবানবন্দি। শিল্পা নাকি জবানবন্দি দিতে গিয়ে জানিয়েছেন, রাজ কুন্দ্রা কী করছেন তা তিনি একদমই জানতেন না। নিজের কাজেই ব্যস্ত ছিলেন তিনি।
এমনকি বলিউডে জোর গুঞ্জন, রাজের সঙ্গে আর থাকছেন না শিল্পা। সন্তান’দের নিয়ে স্বামীর বাড়ি ত্যাগ করেছেন তিনি। এর আগে অন্তবর্তী জামিন পেয়েছিলেন রাজ। কিন্তু তাতেও রক্ষা হয়নি।
ফাঁকা ঘরে স্বামীকে পেয়ে উদ্দাম নাচ জনপ্রিয় অভিনেত্রীর (ভিডিও)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।