কোন ফলাফল ছাড়াই SEO তে প্রচুর সময়, রিসোর্স এবং এনার্জি ব্যয় করলে আপনার কোন উপকার হবে না। এজন্য আপনার SEO সম্পর্কিত কৌশল প্রণয়ন এবং যথাযথ পরিকল্পনা প্রয়োজন। আজ ৩য় পর্বে SEO ভিত্তিক কিছু কৌশল ও পরিকল্পনার কথা আলোচনা করা হচ্ছে।
কৌশলগত পরিকল্পনা ও সময়সূচী
আপনার নিজের একটা রোডম্যাপ থাকা উচিত যেখানে আপনার চাহিদা কি এবং লক্ষ্য কতদূর পর্যন্ত থাকবে সেটা বোঝা যাবে। এ কাজ জটিল বিধায় একসাথে করা সম্ভব হবে না। আপনি কত দূর পর্যন্ত যেতে পারবেন সেটা নির্ভর করে আপনার কি ধরনের রিসোর্স আছে এবং কী পরিমান স্পিডে কাজ করতে পারেন।
এখন আপনাকে কাজের পরিকল্পনা করতে হবে, সময় পরিমাপ করতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে কাজের পরিকল্পনা করতে হবে এবং পরিকল্পনার পাশাপাশি সময়সূচী সাথে রাখবেন।
লিংক বিল্ডিং, টেকনিক্যাল ইস্যুর সমাধান করা, on-page এলিমেন্ট অপটিমাইজ করা এসব বিষয়ে খেয়াল করবেন। আপনাকে অবশ্যই প্রডাক্টিভ বা সক্রিয় হতে হবে আপনার পরিকল্পনাগুলি যাতে সফল হয় সেজন্য সংঘটিত কৌশল অপরিহার্য।
রিসোর্স প্ল্যানিং
আপনার ওভার কনফিডেন্ট হওয়া উচিত হবে না কেননা আপনি যদি খুব বেশি গভীরে ঢুকে যান হয়তো আপনি পড়ে এতদূর যেতে পারবেন না ও শেষপর্যন্ত হতাশ হতে হবে। তবে নিখুঁত কৌশল এবং পরিকল্পনা করতে দোষ নেই।
যে সমস্ত রিসোর্স থাকতেই হবে
- এস ইউ টিম
- আইটি
- ইউ এক্স
- কনটেন্ট ক্রিয়েটর
- কাজ অনুমোদনকারী ব্যক্তিরা। প্রকৌশল বাস্তবায়নের ক্ষেত্রে কি পরিমান খরচ হবে সেটাও খেয়াল রাখতে হবে কেননা যদি আপনার আপনার কাছে পর্যাপ্ত বাজেট না থাকে তাহলে এই প্রচেষ্টাকে ধীর করে দিতে পারে।
সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হবে। যদি দেখেন আপনার পরিকল্পনা আপনার লক্ষ্য অর্জনে সক্ষম হচ্ছে না তাহলে আপনার পরিকল্পনায় কিছু পরিবর্তন আনা যেতে পারে।
আপনার ব্যবসা প্রতিষ্ঠানে এমন স্টাফ সদস্য দরকার যে সৃজনশীল আইডিয়া নিয়ে আসবে এবং চমৎকার প্রচেষ্টা করবে। কৌশল এবং পরিকল্পনার অনুপস্থিতিতে আপনি ধীর গতিতে এগিয়ে যাবেন। এতে দক্ষতা প্রকাশ এবং অগ্রাধিকার ভিত্তিক কাজের অভাব দেখা দিবে।
কৌশল এবং পরিকল্পনা দিয়ে শুরু করুন এবং এটি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করুন। কোন নতুন উদ্যোগ নিতে হলে এই পদ্ধতি গ্রহণ করবেন। এতে করে জীবন আরও সহজ হয়ে উঠবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।