আন্তর্জাতিক ডেস্ক : ঊর্ধ্বমুখী অর্থনৈতিক লক্ষ্য অর্জনে আরও বেশি পর্যটক ও দর্শনার্থীদের আকর্ষণ করছে মিশর। এজন্য নতুন ভিসা ঘোষণা করেছে দেশটি।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পর্যটন ও পুরাকীর্তিমন্ত্রী আহমেদ ইসা বলেন, “মিশর ৭০০ ডলারে পাঁচ বছরের জন্য একাধিক ভ্রমণ ভিসা দেবে।”
প্রথমবারের মতো পর্যটনে রাজস্ব বাড়াতে একাধিক বছরের জন্য বৈধ ভিসা অফার করেছে উত্তর আফ্রিকার দেশটি।
এছাড়া মিশরের ৩০ দিনের ভিসা-অন-অ্যারাইভাল পেতে পারে এমন তালিকা বেড়ে দাঁড়িয়েছে ১৮০ দেশে। স্বল্পমেয়াদি ভিসাটি ২৫ ডলার ফি পরিশোধ করে পাওয়া যাবে। চীনা ও ভারতীয় নাগরিকরা এখন এ সুযোগ পেতে পারেন। সূত্র: আরাবিয়ান বিজনেস, টাইম আউট দুবাই, দ্য ন্যাশনাল নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।