জুমবাংলা ডেস্ক: রোটারি ফাউন্ডেশনের সম্মানজনক পিএইচএফ (পল হ্যারিস ফেলো) হলেন রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের ২০২৩-২৪ এর ক্লাব এসাইন অ্যাসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান জয় দেব চন্দ্র দাস জয়, প্রেসিডেন্ট রোটারিয়ান নাসিমা আখতার এবং প্রেসিডেন্ট ইলেক্ট ও সেক্রেটারি রোটারিয়ান শওকত বাঙালি।
শনিবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম রেডিসন ব্লু’তে অনুষ্ঠিত দ্য রোটারি ফাউন্ডেশন সেমিনার ২০২৩-২৪ তাঁদের হাতে পিএইচএফ সার্টিফিকেট তুলে দেন রোটারি ৩২৮২ জেলা গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান পিএইচএফ বি এমডি।
এসময় অন্য অতিথিদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন পিডিজি আব্দুল আহাদ পিএইচএফ বি এমডি, পিডিজি দাতো ড. মীর আনিসুজ্জামান বি এ কে এস, পিডিজি ড. মঞ্জুরুল হক চৌধুরী এমপিএইচএফ এমসি, ডিএফএল পিপি সামিনা ইসলাম, চট্টগ্রামের প্রথম ক্লিনিক্যাল পুষ্টিবিদ ক্লাব ডিরেক্টর কমিউনিটি সার্ভিস রোটারিয়ান হাসিনা আক্তার লিপি, চার্টার প্রেসিডেন্ট এ.কে.এম সাইদুল ইসলাম বাবু প্রমুখ।
এদিকে, রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টকে রোটারি ফাউন্ডেশনে ক্লাব সদস্যরা শতভাগ অনুদান প্রদান করায় সেমিনারে বিশেষ ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়েছে। জেলার মোট ৫টি ক্লাব এ গৌরবজনক সম্মাননা গ্রহণ করে।
রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট’এ চলতি বছর ৩ জন পিএইচএফ হওয়ার মধ্য দিয়ে মোট ২০ জন পিএইচএফ’এ উর্ত্তীণ হলো এবং ১ জন এমপিএইচএফ সহ আগামী ২৮ নভেম্বর ক্লাবটি ২৩ বছরে পদাপর্ণ করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।