জুমবাংলা ডেস্ক : নরসিংদীর পলাশ উপজেলায় লুৎফর রহমান নামে এক ভুয়া চিকিৎসককে আটক করে ৩০ হাজার টাকা জরিমানা করেছে স্থানীয় উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট।
রোববার (০৯ জানুয়ারি) বিকেলে পলাশ বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।
ভুয়া চিকিৎসক লুৎফর রহমান নরসিংদীর রায়পুরা উপজেলার নজরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, অভিযুক্ত লুৎফর রহমান দীর্ঘদিন ধরে এমবিবিএস নাম ব্যবহার করে চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে। তিনি হোমিও চিকিৎসকের সঙ্গে এমবিবিএস চিকিৎসক ব্যবহার করে ব্যক্তিগত চেম্বার দিয়ে রোগীদের চিকিৎসাসহ অনুমোদন ছাড়া বিভিন্ন ওষুধ তৈরি ও বিক্রি করে আসছেন।
অভিযানে ওই ভুয়া চিকিৎসককে নগদ ৩০ হাজার টাকা জরিমানাসহ চেম্বারটি সিলগালা করে দেওয়া হয়। এছাড়া অনুমোদনহীন বিভিন্ন ওষুধ জব্দ করে মোবাইল কোর্ট। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অভিযানে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাদিকুর রহমান আকন্দ। এসময় পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।