নিজস্ব প্রতিবেদক: মহান মে দিবস আজ। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ।। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর ১ মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে।
বাংলাদেশে এবারের মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।
এদিকে নরসিংদীর ডাংগা শ্রমিককল্যাণের উদ্যোগে পলাশের ডাংগায় পালন করা হলো আন্তর্জাতিক মহান মে দিবস। দিবস উপলক্ষে সোমবার (১ মে) বর্ণাঢ্য র্যালী ও সমাবেশের আয়োজন করা হয়।
আয়োজিত এ র্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক, অটো চালক, সি এন জি চালক সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
র্যালী পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন প্রাণ আর এফ এল স্কুলের প্রিন্সিপাল জনাব শহীদ খান স্যার ও ডাংগা শ্রমিককল্যাণের সভাপতি আরিফ মাষ্টারসহ শ্রমিকদের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
সমাবেশ থেকে শ্রমিকদের বিভিন্ন দাবী তুলে ধরা হয়। তাছাড়া মালিক-শ্রমিক কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে কাজ করার গুরুত্বও তুলে ধরেন ভক্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।