জুমবাংলা ডেস্ক : রাজধানীর মিরপুরের পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় আহত সিভিলিয়ান রিয়াজের অবস্থা গুরুতর। তার বাম হাতের কবজি বিস্ফোরণে ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় অস্ত্রোপচারের সময় তা কেটে ফেলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন (আরএস) ডা. মোহাম্মদ আলাউদ্দিন।
এর আগে বুধবার (২৯ জুলাই) সকাল ৭টার দিকে থানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চার পুলিশ সদস্যসহ সিভিলিয়ান রিয়াজ আহত হন।
ঘটনার পর আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। একজনকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। আর আহত শিক্ষানবিশ উপ-পরিদর্শক (পিএসআই) রুমি ও সিভিলিয়ান রিয়াজ ঢামেকে চিকিৎসাধীন আছেন।
ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান, রিয়াজের বাম হাতের কবজি পর্যন্ত কেটে ফেলা হয়েছে। এছাড়া তার ডান হাতের একটি আঙুল ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটিও রাখা যায়নি। তার পেটে বড় ধরনের ইনজুরি আছে।
তিনি আরও বলেন, পুলিশ সদস্য রুমির পায়ে ও হাতে ইনজুরি আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা সবাই স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।