পশ্চিমবঙ্গ থেকে সরাসরি রাজশাহীর মঞ্চে ঋতুপর্ণা

ঋতুপর্ণা সেনগুপ্ত

বিনোদন ডেস্ক : নব্বইয়ের শেষের দিকে বাংলাদেশের ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সর্বশেষ ২০১৮ সালেও তাঁকে অভিনেতা আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে দেখা গেছে। ভারতের কলকাতা থেকে প্রায়ই ঢাকায় আসেন এই অভিনেত্রী, এবার ২৫ ফেব্রুয়ারি তিনি কলকাতা থেকে সরাসরি এলেন রাজশাহীতে।

ঋতুপর্ণা সেনগুপ্ত

রাজশাহী কলেজ মাঠে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ-ভারত সংস্কৃতি মেলা’। এই অনুষ্ঠানে অংশ নিতেই এসেছেন দুই বাংলার ঋতু। ২০১৭ সাল থেকে এই আয়োজন হয়ে আসছে। এবারের আয়োজক ফ্রেন্ডস অব বাংলাদেশ, সহযোগিতায় রাজশাহী সিটি করপোরেশন।

২৬ ফেব্রুয়ারি রাতে রাজশাহী কলেজ মাঠে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন। অভিনয়ের পাশাপাশি কবিতা আবৃত্তিও করেন ‘পারমিতার একদিন’ অভিনেত্রী। গতকাল ঋতু তাঁর অফিশিয়াল ফেসবুকে নিজের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘লাস্ট নাইট অ্যাট রাজশাহী’।

এবারের বাংলাদেশ-ভারত সংস্কৃতি মেলায় ভারতের ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রামপ্রসাদ পালসহ ৩৬ জনের একটি দল এসেছে। সেই দলে আরো রয়েছেন কবি মৌসুমী রায় চৌধুরী, সাংবাদিক তরুণ চক্রবর্তী, অভিনেতা সুভপ্রসন্ন ভট্টাচার্য প্রমুখ।

অভিষেকের ফোন থেকে কাকে মেসেজ দিছিলেন প্রিয়াঙ্কা

এ বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তিতে এই আয়োজন করা হয়েছে বলে জানায় ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’।