আন্তর্জাতিক ডেস্ক: করোনার বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে পশ্চিমবঙ্গ রাজ্যসরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করতে পারবে সরকারি, বেসরকারি সব বাস। তবে আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা।
সোমবার (২৮ জুন) দুপুরে নবান্নে এ ঘোষণা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান, ব্যবসায়ী সংগঠনগুলোর কথা মাথায় রেখে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সবজি এবং মাছের বাজার অন্যান্য দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেলুন ও পার্লার খোলা রাখা যাবে। তবে সেখানেও ৫০শতাংশ গ্রাহক প্রবেশ করতে পারবে। শরীরচর্চা কেন্দ্রগুলোকেও ৫০শতাংশ গ্রাহক নিয়ে খোলার অনুমতি দেওয়া হলো।

এ ছাড়া বেসরকারি সংস্থাগুলোকে ৫০ শতাংশ কর্মী নিয়ে অফিস চালানোর অনুমতি দেওয়া হয়েছে। সরকারি দপ্তর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে সেক্ষেত্রে কর্মীদের যাতায়াতের ব্যবস্থা সংস্থাকেই করতে হবে। পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
বিয়ের মওসুমের কথা মাথায় রেখে অনুষ্ঠানবাড়িতে ৫০ জন পর্যন্ত অতিথি সমাগমে অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে ২০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া নিষিদ্ধই থাকছে।
এখন পর্যন্ত ২ কোটি ১২ লাখ মানুষ করোনার টিকা পেয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



