আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার ৩ আসনের উপ নির্বাচনে জয় পেয়েছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। ধারণা করা হচ্ছে, তৃণমূলের এ জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে এনআরসি ইস্যু।
বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে খড়গপুরে জয় পান তৃণমূলের প্রদীপ সরকার। আর বিজেপি প্রার্থীকে ২ হাজার ৩শ’ ৪ ভোটে হারিয়ে প্রথমবারের মতো কালিয়াগঞ্জে জয় নিশ্চিত করলেন তপন দেব সিংহ। করিমপুরে জয়ী তৃণমূলের বিমলেন্দু সিং।
বলা হচ্ছে, গেলো মে মাসে লোকসভা নির্বাচনে বিজেপির সাফল্যের পর বিধানসভার উপ নির্বাচনে শেষ হাসি হাসলো ঘাসফুল।
মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘নির্বাচনে বিজেপির ঔদ্ধত্যের রাজনীতি প্রত্যাখান করেছে পশ্চিমবঙ্গের জনগণ। দের ঔদ্ধত্য, অহংকারকে মানুষ ভাল ভাবে নেয়নি। যখন তখন যে কোনও রাজ্যে যা খুশি করছে। বিজেপি কখনও এনআরসি, কখনও অন্য কিছু নিয়ে যা খুশি প্রচার করছে। এই মানুষরাই দীর্ঘ দিন ধরে ভোট দিয়েছেন, এমপি-এমএলএ বানিয়েছেন, সমস্ত কাজ করেছেন। আর এখন ওরা (বিজেপি) বলছে, নাগরিকত্বের প্রমাণ দিতে হবে।’
এর সঙ্গে তিনি বলেন, ‘অর্থনীতির খারাপ হাল। মানুষ কাজ পাচ্ছে না, উল্টে কাজ হারাচ্ছে। যুব সমাজের কাছে কোনো দিশা নেই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।