সর্বকালের সব রেকর্ড গুড়িয়ে দিচ্ছে পুষ্পা ২ সিনেমা। দক্ষিণি এই ব্লকবাস্টার সিরিজের নায়িকা শ্রীভাল্লি রূপে সবার নয়নের মণি হয়ে উঠেছেন এখন অভিনেতড়ী রাশমিকা মান্দানা। এর আগে এনিম্যাল মুভি দিয়েও তিনি জাতীয় ক্রাশে পরিণত হন বলিউডের।
পরিমিত আবেদনময়তা আর প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে এই সুন্দরী দক্ষিণি অভিনেত্রীকে মানা সব পোশাকেই। শাড়ির লুকে বাজিমাত করলেও পশ্চিমা সাজপোশাকে রাশমিকা সমান আবেদনময়ী। স্লিট মিনি স্কার্টের বসলেডি লুকে রাশমিকা।
এখানে পরেছেন তিনি সিকুইনের কালো গাউন। ফিল্মফেয়ারের প্রচ্ছদে কমলা ব্রালেট আর সাদা প্যান্টে আবেদনময়ী রাশমিকা। পুষ্পার শ্রীভাল্লি এখানে পরেছেন আকর্ষণীয় নিটেড ব্রালেট ও স্কার্ট। কালো অ্যাসিমেট্রিক গাউনের গ্ল্যামারাস লুকে রাশমিকা।
সাদা ফুলেল প্রিন্টের মিনিড্রেসে চোখ জুড়াচ্ছেন এই অভিনেত্রী। ডেনিম অন ডেনিম লুকে রাশমিকা। কালো ব্রালেট, জ্যাকেট আর সিকুইন বুননের ডেনিম প্যান্টের লুকে রাশমিকা। স্ট্রিং ডিটেইলিং দেওয়া আকর্ষণীয় কালো পোশাক পরেছেন তিনি এখানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।