পশ্চিমা স্টাইলে আকর্ষণ ছড়াচ্ছেন মিম

মিম

মুগ্ধতা ছড়াতে বিদ্যা সিনহা মিমের জুড়ি নেই। যেকোনো পোশাকেই তিনি বাজিমাত করেন। সম্প্রতি দুই ধরনের ওয়েস্টার্ন আউটফিটে অভিনেত্রী ফ্রেমবন্দী হয়েছেন। দেখে নিই লুকগুলো।

মিম

এই লুকে অভিনেত্রী পরেছেন কালো লেইস গাউন। গাউনটির মূল আকর্ষণ অফ শোল্ডার প্যাটার্ন। অভিনেত্রীকে এই পোশাকে খুব সুন্দর দেখাচ্ছে। সঙ্গে পরা অলংকার থেকেও যেন চোখ সরছে না। ফ্লোরাল মোটিফের ডায়মন্ডের নেকপিস আর ঝোলানো দুল পরেছেন তিনি। হাতে শোভা পাচ্ছে ব্রেসলেট আর আংটি।

মিম

একপাশ সিঁথি করে ছেড়ে রেখেছেন সেমি ব্লন্ড চুল। তাঁর গ্ল্যাম মেকআপে আকর্ষণ কাড়ছে চোখ আর ঠোঁটের সাজ। গ্লসি পিঙ্ক লিপস, লেন্স পরা চোখে আইশ্যাডো আর আইলাইনার দেওয়া। সাজ পরিপূর্ণ হয়েছে ব্লাশঅন ও হাইলাইটারের ছোঁয়ায়।এই পশ্চিমা সাজে অভিনেত্রীকে দেখা যাচ্ছে সেমিক্যাজুয়াল লুকে। পরেছেন নীল স্যুট ও শার্ট। নীল ফুলের প্রিন্ট করা সাদা শার্টটি তিনি পরেছেন বটমের সঙ্গে টাকইন করে।

মিম

পায়ে শোভা বাড়িয়েছে সাদা স্নিকার্স। এই পোশাকের সঙ্গে অভিনেত্রী সেজেছেন মিনিমাল মেকআপে। ন্যুড পিঙ্ক লিপস্টিক আর চোখে দিয়েছেন কালো আইলাইনার। স্টাইল করে ছেড়ে রেখেছেন সেমিকার্ল চুলগুলো। কানে সোনালি হুপ দুল, ব্রেসলেট আর ঘড়ি পরেছেন সঙ্গে। সব মিলিয়ে বেশ স্টাইলিশ লাগছে মিমকে।