স্পোর্টস ডেস্ক : স্বাগতিক নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৭৩ রানে হারিয়েছে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিল টাইগার যুবারা।
এদিন ব্যাট হাতে তামিম-ইমন-শাহাদত-অভিষেকের তান্ডবের পর বল হাতে তান্ডব চালিয়ে কিউইদের লন্ডভন্ড করে দেন পেসার শরিফুল ইসলাম। এই ম্যাচের নিজের পঞ্চম উইকেট নেওয়ার পর মাঠেই সিজদাহ দেন এই বাহাতি তরুণ পেসার।
বল হাতে পাঁচ উইকেট নিয়ে মাঠেই সিজদাহ দিলেন তরুণ টাইগার পেসার শরিফুল ইসলাম। ♥#BDcricketer #Shoriful#Shizdah #BANU9vNZU19
নিউ জিল্যান্ডে আজ টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩১৬ রানের বিশাল পুঁজি দাড় করে টাইগার যুবারা। জবাবে ব্যাট করতে নেমে ৪৩.৪ ওভারেই ২৪৩ রানে অলআউট হয় কিউই যুবারা।
কিউই টপ অর্ডারের তিন উইকেটসহ মাত্র ৪৩ রান দিয়ে ৮.৪ ওভার বল করে ৫ উইকেট নেন পেসার শরিফুল ইসলাম। এর মধ্যে একটি মেডেন ওভারও দেন এই পেসার।
এছাড়া রাকিবুল ২ ও শামিম, সাকিব, অভিষেক ১ টি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ৩১৬/৮ (৫০)
তানজিদ হাসান ৭২, অভিষেক দাস ৪৮*, ইমন ৪৮, শাহাদত ৪৮।
লিলম্যান ২/১২।
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯: ২৪৩/১০ (৪৩.৪)
লিলম্যান ৫৬, ম্যাকেঞ্জ ৪৭, তাসকফ ৩৯।
শরিফুল ৫/৪৩, রাকিবুল ২/৫৫।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।