আন্তর্জাতিক ডেস্ক : পাঁচ তলার জানলা থেকে পড়ে যাচ্ছে একটি শিশু। দেখে শিউরে উঠছেন লোকজন। এক জন স্নায়ু শক্ত রেখেই ছুটে এলেন। তার পর লুফে নিলেন আড়াই বছরের শিশুটিকে। অল্পের জন্য বেঁচে গেল শিশুটি। সম্প্রতি চিনের ঝেজিয়াং প্রদেশের শুংজিয়াংয়ের ঘটনা।
ভিডিওটি প্রথম পোস্ট করেন চিনের এক সরকারি কর্মী। প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ৬৮ হাজার জন। জানা গিয়েছে, উদ্ধারকারী ওই ব্যক্তির নাম শেন ডং। রাস্তায় নিজের গাড়ি পার্ক করছিলেন। দেখেন, বহুতলের ওপর থেকে পড়ছে শিশুটি। প্রথমে পাঁচ তলায় একটি ইস্পাতের চালে আটকে পড়ে শিশুটি। তার পর ফের সেখান থেকে ছিটকে মাটির দিকে পড়তে থাকে শিশুটি।
Heroes among us. pic.twitter.com/PumEDocVvC
— Lijian Zhao 赵立坚 (@zlj517) July 22, 2022
তখনই ছুটে যান ডং। তাকে দেখে এক মহিলাও ছুটে আসেন। শেষ পর্যন্ত শিশুটিকে লুফে নেন ডংই। নেটাগরিকরা ‘হিরো’র তকমা দিয়েছেন তাকে। শিশুটির পা এবং ফুসফুসে চোট লেগেছে। এখন হাসপাতালে ভর্তি থাকলেও সুস্থ রয়েছে সে। সূত্র: আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।