
‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আজ সোমবার (২৭ অক্টোবর) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল।
রোববার (২৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দেশব্যাপী জেলা সদরে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যেই আটটি রাজনৈতিক দল যৌথভাবে আন্দোলন করছে। এর অংশ হিসেবে গত ১৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পাঁচটি গণদাবি উপস্থাপন করা হয় এবং আন্দোলনের চতুর্থ পর্বের তিন দিনের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
সোমবারের বিক্ষোভের পাশাপাশি মঙ্গলবার (২৮ অক্টোবর) আরও একটি কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। ওই দিন মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি দোয়া ও আলোচনা সভার আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



