স্পোর্টস ডেস্ক : কথাটি রোববার আন্তর্জাতিক নারী দিবসে বলেছিলেন এই কিংবদন্তী ক্রিকেটার। তার জীবন বদলে দিয়েছেন যে নারীরা তাদের কথা এক ভিডিয়ো বার্তায় বলেছেন শচীন। ছোটবেলা থেকে সেই নারীরা কীভাবে তার জীবন বদলে দিয়েছেন সেটাই জানান মাস্টার ব্লাস্টার।
সেই পাঁচজন নারী কারা? মা, কাকীমা, স্ত্রী, মেয়ে ও শ্বাশুড়ির কথা বললেন শচীন। তার সাফল্যের পিছনে এই পাঁচ নারীর অসামান্য অবদান রয়েছে বলে জানিয়েছেন টেন্ডুলকার। মায়ের পর কাকীমাকেই তার আরেক মা বলে ব্যাখ্যা করেছেন তিনি।
মা রজনী টেন্ডুলকারের পর কাকীমা মঙ্গলা টেন্ডুলকার তাকে সন্তানের মতোই আগলে রেখেছিলেন। স্কুলে পড়ার সময় শচীন বছর চারেক তার কাকীমার বাড়িতে থেকেছেন। সেই সময় বাড়ি থেকে অনেকটা দূরে শচীন ক্রিকেট প্র্যাকটিস করতে যেতেন। আর প্র্যাকটিস শেষে তখন কাকীমার বাড়িতে চলে যেতেন।
স্ত্রী অঞ্জলি ও মেয়ে সারার অবদানের কথাও বললেন শচীন। আর বললেন শ্বাশুড়ির কথা। তিনি বললেন, তার সবরকম সিদ্ধান্তে সব সময় সমর্থন জানিয়েছেন অঞ্জলির মা-বাবা।-জি নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।