আন্তর্জাতিক ডেস্ক : নভেল করোনাভাইরাসে গোটা পৃথিবী যখন ধুঁকেছে, সেই দিনগুলোতে ‘নিরাপদ’ থাকা দক্ষিণ কোরিয়ায় এখন সংক্রমণ বাড়ছে। কোরিয়া সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (কেসিডিসি) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২৯৭ জন নতুন রোগী পাওয়া গেছে।
প্রতিষ্ঠানটির দেয়া হিসাব অনুযায়ী, মার্চের পর এই প্রথম একদিনে এত রোগী শনাক্ত হলো। শনাক্তদের মধ্যে স্থানীয় ২৮৩ জন।
দেশটিতে সব মিলিয়ে ১৬ হাজার ৫৮ জন কোভিড-১৯ রোগী পাওয়া গেল। এর মধ্যে প্রায় দেড় হাজার মানুষই শনাক্ত হয়েছেন গত সপ্তাহে।
এর আগে মার্চের ৮ তারিখ ৩৬৭ জন শনাক্ত হয়েছিলেন।
নতুন এই রোগটিতে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা ২ কোটি ২৩ লাখ ৫ হাজার ৯০৪ জন। মারা গেছেন ৭ লাখ ৮৪ হাজার ৩৩৮ জন। বিপরীতে ১ কোটি ৫০ লাখ ৪৫ হাজার ৮৯৩ জন রোগটি জয় করে স্বাভাবিক জীবনে ফিরেছেন। চিকিৎসাধীন আছেন ৬৪ লাখ ৭৫ হাজার ৬৭৩ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।