জুমবাংলা ডেস্ক : চাক্তাই খাতুনগঞ্জের পাইকারী বাজারে পেঁয়াজের দাম কমছে। তবে এর ঠিক উল্টো চিত্র নগরীর খুচরা বাজারে। গত দুইদিনের ব্যবধানে পাইকারীতে পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমলেও খুচরায় বেড়েছে ১০ টাকা। পাইকারী ব্যবসায়ীরা বলছেন, বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়ার কারণে দাম কমেছে। ভোক্তারা বলছেন, পাইকারী বাজারে প্রশাসন অভিযান চালালেও খুচরা বাজারে সেভাবে অভিযান চালানো হয় না। সেই সুযোগে খুচরা বিক্রেতারা পেঁয়াজ দাম বাড়িয়েছেন।
চাক্তাই–খাতুনগঞ্জের পাইকারী বাজারে গতকাল খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৭–৫৮ টাকায়। দুইদিন আগে বিক্রি হয়েছে ৬২–৬৩ টাকায়। খুচরা বাজারে দুইদিনের ব্যবধানে ১০ টাকা বেড়ে গিয়ে বিক্রি হচ্ছে ৭৫–৭৬ টাকায়। পাইকারী ব্যবসায়ীরা জানান, বর্তমানে দেশে তাহেরপুরী, বারি–১ (তাহেরপুরী), বারি–২ (রবি মৌসুম), বারি–৩ (খরিপ মৌসুম), স্থানীয় জাত ও ফরিদপুরী পেঁয়াজ উৎপাদন হয়। ফলে বছর জুড়েই কোনো না কোনো জাতের পেঁয়াজ উৎপাদন হচ্ছে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা ২২ লাখ টন। এর মধ্যে ১৮ লাখ টন স্থানীয়ভাবে উৎপাদন করা হয়। আর আমদানি করা হয় বাকি চার লাখ টন। মূলত এই আমদানিকৃত চার লাখ টন পেঁয়াজ বাজারের ওপর খুব বড় প্রভাব ফেলে।
খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, বাজারে পেঁয়াজের সরবরাহের তুলনায় বিক্রি কম। তাই দাম একটু কমতির দিকে। পেঁয়াজ কাঁচাপণ্য চাইলে মজুদ রাখা যায় না। এছাড়া গরমের পেঁয়াজ দ্রুত নষ্ট হয়ে যায়।
কাজীর দেউরি বাজারের খুচরা বিক্রেতা মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, বর্তমানে আমরা প্রতি কেজি পেঁয়াজ ৭০–৭৫ টাকায় বিক্রি করছি। পাইকারী বাজার থেকে বেশি দামে কেনার কারণে কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এসএম নাজের হোসাইন বলেন, পেঁয়াজের বাজারে ব্যবসায়ীরা যা লাভ করার ইতোমধ্যে করে ফেলেছেন। শুধুমাত্র ভারত ৪০ শতাংশ রপ্তানি শুল্ক বাড়ানোর খবরে একদিনে কেজিতে ২০ টাকা দাম বৃদ্ধি করেছেন ব্যবসায়ীরা। কিন্তু যখন শুল্ক প্রত্যাহার করা হয়, তখন কিন্তু সেভাবে দাম কমানো হয় না। একইভাবে পাইকারীতে দাম বাড়ার সাথে সাথে খুচরা বিক্রেতারা পণ্যের দাম বাড়িয়ে দেন। কিন্তু দাম কমলেও তখন আর কমানো হয় না। এখন পাইকারীতে দাম কমলেও খুচরা বাজারে উল্টো। এটি আসলে প্রশাসনের দুর্বল নজরদারির কারণে হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।