স্পোর্টস ডেস্ক: গতরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৪তম ম্যাচে দুবাইয়ে মুখোমুখি হয়েছিলো পাকিস্তান ও আফগানিস্তান।
কিন্তু ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে প্রবেশের গেটে দর্শকদের প্রবেশ নিয়ে ঝামেলা বাঁধে। মাঠে ৭০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। সব টিকিট বিক্রি হয়েছিলো। কিন্তু খেলা শুরু হবার পর একাধিক দর্শক মাঠে জোর করে ঢোকার চেষ্টা করে। এমনকি কিছু দর্শক বৈধ টিকিট থাকা সত্ত্বেও মাঠে ঢুকতে পারেনি। এতে টনক নড়ে ইন্টারন্যাশাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি)।
এক বিবৃতিতে আইসিসি পরে জানিয়েছে, পাকিস্তান এবং আফগানিস্তান ম্যাচের জন্য ১৬ হাজার টিকিট বিক্রি করা হয়েছিল। তবু হাজার হাজার দর্শক টিকিট ছাড়াই দুবাই স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন। দুবাই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। মাঠের ভেতরে যারা রয়েছেন তাদের সুরক্ষা দেওয়ার জন্য স্টেডিয়ামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়েছে।
আমিরশাহি ক্রিকেট বোর্ডকে বিষয়টি নিয়ে তদন্তে নির্দেশ দিয়েছে আইসিসি। ভবিষ্যতে যাতে এরকম না ঘটে সেই দিকেও নজর দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বৈধ টিকিট থাকা সত্ত্বেও যারা মাঠে ঢুকতে পারেননি তাদের কাছে আইসিসি, বিসিসিআই এবং আমিরশাহি ক্রিকেট বোর্ড দু:খ প্রকাশ করছে। তাদেরকে টিকিট বণ্টনকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে । সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।