বিনোদন ডেস্ক : আম একটি অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু ফল। স্বাদে, গন্ধে, বর্ণে ও পুষ্টিমানে আমের বিকল্প শুধু আম। টসটসে পাকা আম দেখলে কার না জিভে জল আসে! ঠিক তেমনই বলিউড সুপারস্টার আমির খানও নিজেকে সামলাতে পারলেন না। থালা ভরা রসালো পাকা আম পেয়ে ছেলেকে নিয়ে মজলেন স্বাদে।
কীভাবে আমের খোসা আলাদা করতে হয়, টুকরা করতে হয়। কীভাবে মজা করে খেতে হয়। বাবা আমির খান, ছেলে আজাদ রাও খান দুজনই মনের সুখে পাকা আম খাচ্ছেন!
পাকা আমের মৌসুম বাংলাদেশে আসন্ন। তবে বেশি দাম দিয়ে এখনই পাকা আম পাওয়া যায়। ভারতেও মিলছে। ভারতে যে পাকা আম পাওয়া যাচ্ছে, তার প্রমাণ অভিনেতা আমির খান এবং তাঁর ছেলে আজাদ রাও খানের মিষ্টি ছবিগুলো। বুধবার ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতিনিধি।
পরপর চারটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে ছেলের সঙ্গে বসে মনের সুখে আম খেতে ব্যস্ত অভিনেতা। নিজে হাতে ছেলেকে আমের খোসা ছাড়ানোও শিখিয়ে দিচ্ছেন আমির।
ক্যাপশনে লেখা, ‘এ বছর আপনি আমের স্বাদ নিয়েছেন? আপনার পরিবারের সদস্যরা খেয়েছে?’ ছেলের সঙ্গে আমিরের এসব ছবি দারুণ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। একজন লিখেছেন, ‘এখনো খাইনি স্যার, অনেক দাম!’ কেউ লিখেছেন, ‘অসাধারণ সুন্দর লাগছে।’ আবার কেউ বলছেন, ‘একেবারেই সাধারণ মানুষ।’ একজন লিখেছেন, ‘আপনিও আম চুষে খান আমির ভাই!’ অনেকে আবার এ ছবির নিচে মন্তব্যে আমিরের পরবর্তী ছবি লাল সিং চাড্ডার খবর নিয়েছেন। লিখেছেন, ‘লাল সিং চাড্ডা কবে আসছে?’
এমনিতে আমির ব্যক্তিগত জীবনে একটু অন্য রকমভাবেই থাকতে পছন্দ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তেমন কিছু শেয়ার করেন না। বিশেষ করে পারিবারিক ছবি দেন না খুব একটা। ইদানীং কিছুটা পরিবর্তন এসেছে। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া তারকা রুহী দসানির সঙ্গেই বৈশাখী উৎসব মেতেছিলেন আমির। নাচলেন, হালুয়া খেলেন, সেদিনও আমিরের সাধারণ ভাব দেখে দর্শকেরা শুভেচ্ছা জানিয়েছিলেন।
আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ১১ আগস্ট মুক্তি পাবে। ছবিতে আমির খান ছাড়াও কারিনাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। আছেন নাগা চৈতন্যও। ছবিটি পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। আর চিত্রনাট্য লিখেছেন অভিনেতা অতুল কুলকার্নি।
বাল্যবন্ধু কে সে?, যার জন্যে সাত পাকে বাঁধা পড়েছেন অভিষেক-ঐশ্বরিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।