পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাত ‘খুব সহজেই’ সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৭ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি বুঝতে পারছি, পাকিস্তান আফগানিস্তানে আক্রমণ করেছে বা তাদের মধ্যে সংঘাত চলছে। এটা এমন এক বিষয়, যা আমি চাইলে খুব সহজেই মীমাংসা করতে পারি।’
তিনি আরও বলেন, ‘এখন আমাকে যুক্তরাষ্ট্র পরিচালনার কাজ করতে হচ্ছে। তবে আমি যুদ্ধ বন্ধ করতে ও সংঘাতপূর্ণ এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে সত্যিই ভালোবাসি।’
ট্রাম্প দাবি করেন, এসব যুদ্ধের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সম্পর্কিত ছিল না, তবুও তিনি লাখো মানুষের প্রাণ বাঁচিয়েছেন। তাঁর ভাষায়, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রীও বলেছেন, আমি পাকিস্তানে হস্তক্ষেপ করে লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি। পাকিস্তান ও ভারতের মতো দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বিষয়টি ভয়াবহ হতে পারত।’
তিনি বলেন, ‘আমি মধ্যপ্রাচ্যসহ আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছি। ইউক্রেন-রাশিয়া যুদ্ধটাকেও আমি সহজ মনে করেছিলাম। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল আর্মেনিয়া-সংক্রান্ত বিষয়সহ আরও কয়েকটি যুদ্ধের প্রসঙ্গ তুলেছেন।’
ট্রাম্প আরও যোগ করেন, ‘সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, আমরা মধ্যপ্রাচ্যের যে বড় সংঘাতটি সমাধান করতে পেরেছি, সেটিই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য।’
গত শনিবার (১১ অক্টোবর) রাতে আফগান বাহিনীর আকস্মিক হামলায় পাকিস্তানের সীমান্ত পোস্টে উত্তেজনা শুরু হয়। কয়েক দিনের সংঘাতে একাধিক পাকিস্তানি সেনা নিহত হন। পাল্টা হামলায় পাকিস্তানের গোলাবর্ষণে আফগান তালেবানের প্রায় ২০০ যোদ্ধা প্রাণ হারান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই দেশ ৪৮ ঘণ্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়, যা শেষ হয় শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায়। তবে কূটনৈতিক সূত্র জানিয়েছে, তালেবানের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। স্থানীয় সময় শনিবার থেকে দোহায় দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।