জুমবাংলা ডেস্ক: পাকিস্তানে জঙ্গীবাদ ও মানবাধিকার লঙ্ঘন এবং চীনের উইঘুরে মুসলমানদের ওপর অমানবিক নির্যাতনসহ বিশ্বব্যাপী নির্বিচারে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে আজ (১০ ডিসেম্বর) রাজধানী ঢাকায় এক সাইকেল র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে এই কর্মসূচি পালন করে ভারত-বাংলাদেশ সম্প্রীতি সংসদ ওয়েলফেয়ার এসোসিয়েশন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তৌফিক আহমেদ তফছিরের সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা এমদাদুল হক ছালেক, সিনিয়র সাংবাদিক ও বঙ্গবন্ধু গবেষক মুস্তাফিজুর রহমান, গাজী টিভির প্রযোজক শফিকুল ইসলাম, মাদার জান্নাত ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম, এম, আই সবুজ খান, জেলা পরিষদ সদস্য রায়হান ফারুকী, কালিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওয়াহিদুজ্জামান হিরা, ইডাফ ফাউন্ডেশন ও মাদার জান্নাত ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সুকৃতি কুমার মল্লিক।
সভাপতির বক্তৃতায় তৌফিক আহমেদ তফছির বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে আজ মানবাধিকার ভুলুন্ঠিত। এর মধ্যে চীনের উইঘুরে ও পাকিস্তানের বেলুচিস্তানে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। চীনে বসবাসরত উইঘুর মুসলমানরা স্বাধীনভাবে তাঁদের ধর্ম পালন করতে পারছে না। তারা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন। বিশ্বের গণমাধ্যম ওই সংবাদগুলো প্রকাশ করতে পারছে না, আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘পাকিস্তানের বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তাঁদের নির্যাতন ও অমানবিকভাবে যন্ত্রনা দেয়া হচ্ছে। বিশেষ করে বেলুচিস্তানে এর মাত্রা অনেক বেশি। আমরা জাতিসংঘের মাধ্যমে তাঁদের নিরাপত্তার দাবি জানাই।’
মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। এরপর থেকে প্রতি বছর মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিসেম্বরের ১০ তারিখে বিশ্বব্যাপী মানবাধিকার দিবস পালিত হয়ে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশেও ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ উদযাপন করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।