স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সবচেয়ে বড় সমালোচকদের একজন হলেন জাভেদ মিয়াঁদাদ। সাবেক এই পাকিস্তান কিংবদন্তি বর্তমান তার দেশের ক্রিকেট নিয়ে খুব হতাশ। কদিন আগে ইমরানের সমালোচনাও করেছিলেন, বলেছিলেন ইমরান নাকি পাকিস্তানের ক্রিকেটটা ধ্বংস করে ফেলছেন! এর কিছুদিন পরই অবশ্য আবার সুর পালটে ইমরানের কাছে ক্ষমা চেয়েছিলেন। তবে বেশিদিন সমালোচনা না করে থাকতে পারেন না তিনি। এবার তিনি পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যত নিয়ে শংকিত।
৬৩ বছর বয়সী সাবেক পাকিস্তান ব্যাটসম্যান ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকেট পাকিস্তান’কে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, ‘পিসিবির কাজ করার ধরনে নাক গলাতে চাই না। সময় বলবে বোর্ড যা করছে সেটা ঠিক কি বেঠিক। আশা করি সবকিছু ঠিকই হবে। এখন আমাদের ক্রিকেট যেভাবে খেলা হচ্ছে, গত ২০ বছরে তেমনটা হয়নি। সারা বিশ্বে কোথাও ক্রিকেটের ভিত্তি বদলানো হয় না, সবাই শুধু ধরনটাকে একটু অদল-বদল করে নেয়।’
বারবার পিসিবির সমালোচনা করায় মিয়াঁদাদ বরবরই সমালোচকদের নিশানায় থাকেন। তবে এসবকে তিনি মোটেও পাত্তা দেন না। পাকিস্তান কিংবদন্তি আরও বলেন, ‘ক্রিকেটটা আমি সব সময় নিজের প্রতি সৎ থেকেই খেলেছি। সেটা সবাই জানে। কেউ যদি সেটা বিশ্বাস না-ও করে, তাতে আমার কিছু যায়-আসে না। মানুষ আমাকে ভালোবাসে, সম্মান করে, ক্রিকেট থেকে আমার আয় সেটাই। এখানে অনেকেই ঈর্ষাকাতর, ভণ্ড। প্রত্যেক খেলোয়াড়ই একেকটা বাচ্চার মতো, ওদের আমি সব সময়ই শুভকামনা জানাই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।