স্পোর্টস ডেস্ক: রাজনৈতিক ইস্যু নিয়ে দুই দেশের মাঝে এখন বেশিরভাগ সময়ই যুদ্ধ লেগেই থাকে। তবে এবার ভারত-পাকিস্তান সম্পর্কের এই রকম আবহে এক অন্যরকম দৃষ্টান্ত তৈরি করলেন এক ভারতীয় ট্যাক্সিচালক।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বসবাসকারী এক ভারতীয় ট্যাক্সিচালক দিন দুয়েক আগে টিম হোটেল থেকে পাকিস্তানি ক্রিকেট তারকাদের রেস্তরায় নিয়ে গিয়েছিলেন।
পাঁচ পাকিস্তানি ক্রিকেটারকে রেস্তরায় নামানোর পরে তাদের কাছ থেকে টাকা নেননি তিনি। এরপর পাল্টা সৌজন্য দেখিয়ে শাহিন আফ্রিদি, ইয়াসির শাহ, নাসিম শাহ-রা সেই ভারতীয় ট্যাক্সিচালককে সঙ্গে নিয়েই ডিনার শুরু করেন।
এবিসি রেডিওর সঞ্চালিকা অ্যালিসন মিচেলের সৌজন্যে দুই বিরোধপূর্ণ দেশের নাগরিকদের এই সৌহার্দ্যের গল্প প্রকাশ্যে এসেছে।
অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টেস্ট চলাকালীন ধারাভাষ্য দিচ্ছিলেন সাবেক অজি তারকা পেসার মিচেল জনসন। অ্যালিসন মিচেল সেই সময় জনসনকে ভারতীয় ট্যাক্সিচালকের গল্পটি শোনান। ট্যাক্সিচালকের মুখ থেকেই গল্পটা শুনেছিলেন অ্যালিসন।
আর কাকতালীয়ভাবে ওই ভারতীয় ট্যাক্সি চালকের ক্যাবে চেপেই তিনি গ্যাবা স্টেডিয়ামে এসেছিলেন। টেস্টের ধারাভাষ্য দেওয়ার সময়ে সেই গল্পটাই অ্যালিসন বলেন জনসনকে। তাদের ধারাভাষ্য দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল সাইটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।