আন্তর্জাতিক ডেস্ক: ‘হ্যালো, আমি শেখ হামাদ’-এই ফোনটা পেয়ে পাকিস্তানি ওই প্রবাসী ডেলিভারি ম্যানের চমকে ওঠারই কথা। কারণ তাকে যিনি ফোন করেছেন তিনি দুবাইর যুবরাজ।
গত রবিবার আব্দুল গফুর আব্দুল হাকিম নামের পাকিস্তানি ওই ব্যক্তিকে ফোন দিয়েছিলেন দুবাইর যুবরাজ। আব্দুল গফুর তালাবাত নামের একটি কোম্পানি ডেলিভারি ম্যান হিসেবে কাজ করেন। বৃষ্টির সময় ব্যস্ত রাস্তায় পড়ে যাওয়া দুটি ভারী ক্রংক্রিটের ব্লক সরান গফুর। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ি পড়লে হিরো বনে যান তিনি।
ভাইরাল সেই ভিডিও দুবাইর যুবরাজেরও মন কাড়ে। তিনি এমন ভালো কাজ করা গফুরের পরিচয় ও ঠিকানা জানতে চান সামাজিক যোগাযোগ মাধ্যমে।
যুবরাজের ফোন পেয়ে গফুর মুগ্ধ। তিনি বলেন, ‘আমি আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না।’ ‘দুবাইর যুবরাজ আমাকে ধন্যবাদ দিয়েছেন। তিনি আরও জানিয়েছে এখন তিনি দেশের কাজে বাইরে আছে, দুবাইয়ে ফিরে যত দ্রুত সম্ভব তিনি আমার সাথে দেখা করবেন।’
দুবাইর যুবরাজও ইন্সটাগ্রাম পোস্টে বলেছেন, ‘ধন্যবাদ গফুর, আপনি দয়ালু। অচিরেই আমাদের দেখা হবে।’
সূত্র: খালিজ টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।