আন্তর্জাতিক ডেস্ক : সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৩ তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে পাকিস্তান যাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর জায়গায় সম্মেলনে যোগ দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণম জয়শঙ্কর। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আজ মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হচ্ছে সাংহাই সহযোগিতা সংস্থার ২৩ তম শীর্ষ সম্মেলনে। এতে সদস্য দেশগুলোর প্রধানমন্ত্রীরা যোগ দিলেও ভারতের প্রধানমন্ত্রী যোগ দিচ্ছেন না। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তার কারণে, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবতরণ করেছেন। দীর্ঘ ৯ বছর পর ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরে গেলেন। এই সফরে তাঁর সঙ্গে পাকিস্তানি নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে কিনা কিংবা দ্বিপক্ষীয় বৈঠকের আগ্রহ পাকিস্তানি নেতৃত্ব দেখিয়েছে কিনা, তা এখনো ঠিক হয়নি। প্রয়াত সুষমা স্বরাজ ভারতের শেষ পররাষ্ট্রমন্ত্রী, যিনি পাকিস্তানে গিয়েছিলেন ২০১৫ সালে।
এর আগে, আগস্টের শেষ দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানায় চির বৈরী দেশ পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ বিষয়টি নিশ্চিত করেন। সে সময় তিনি বলেছিলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও একটি আমন্ত্রণ পাঠানো হয়েছে।’
পাকিস্তান সফরকারী সবশেষ ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। তিনি ২০১৫ সালে পাকিস্তান সফর করেছিলেন। বিশ্লেষকেরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে ভারত-পাকিস্তান সম্পর্কের উন্নতির সম্ভাবনা কম। কারণ, পাকিস্তান চায় ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করুক।
সে সময় ভারত বলেছে, পাকিস্তান শাসিত কাশ্মীর দখল ছাড়া এ ইস্যুতে পাকিস্তানের সঙ্গে আলোচনার আর কিছু বাকি নেই। প্রসঙ্গত, এসসিও সম্ভবত একমাত্র বহুপক্ষীয় মঞ্চ যেখানে ভারত ও পাকিস্তান নিজেদের শত্রুতা সত্ত্বেও একসঙ্গে কাজ করতে সক্ষম হয়েছে। ভারত ও পাকিস্তান উভয়ই রাশিয়া ও চীনের নেতৃত্বাধীন এ গ্রুপের পূর্ণ সদস্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।