আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ভারতীয় দূতাবাসের সেই দুই কর্মকর্তাকে পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। সোমবার গভীর রাতে পাকিস্তান পুলিশ তাদের ‘ফেরত দেয়’।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, মিশন থেকে দুই কিলোমিটার দূরে দুজন সড়ক দুর্ঘটনায় পড়েছিলেন।
পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, দুই চালক দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে সাধারণ মানুষ তাদের আটকে রাখে।
দুজনকে খুঁজে না পেয়ে সোমবার পাকিস্তান সরকারকে জানায় ভারত। এরপর দিল্লিতে পাক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়।
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক গত কয়েক দিন ধরে নতুন মোড় নিয়েছে গুপ্তচরবৃত্তির অভিযোগে। পাকিস্তানের দুই কর্মকর্তাকে তাড়ানোর পর ইসলামাবাদে থাকা ভারতীয় কর্মকর্তারা শঙ্কায় আছেন। ইসলামাবাদ দূতাবাসের কর্মকর্তারা ‘অবৈধভাবে আটক’ এবং নির্যাতনের শিকার হতে পারেন বলে শঙ্কা করছে ভারত সরকার।
ভারতকে ‘জবাব’ দিতে পাকিস্তান তাদের সীমান্ত থেকে তিনদিন আগে দুজন ভারতীয়কে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধেও গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়।
বিষয়টি নিয়ে ভারত নিজেদের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে পাকিস্তানকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।