পাকিস্তানে প্রবল বৃষ্টিপাতের মধ্যে ঘরবাড়ি ধসে ও পানিতে ডুবে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির বেলুচিস্তান ও খাইবার পাখতুনখওয়া প্রদেশ, রাজধানী ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডি শহরে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।
বেলুচিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানায়, গত ৪৮ ঘণ্টায় প্রদেশটির বিভিন্ন জেলায় ভারি বৃষ্টির কারণে ঘরবাড়ি ধসে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। প্রদেশের উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলের অন্তত ২২টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১০টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এসব জেলায় পাঁচটি ঘর সম্পূর্ণভাবে ধসে পড়েছে এবং আরও ২২টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃষ্টিপাত অব্যাহত থাকায় বেলুচিস্তানে আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পিডিএমএ। ইরান সীমান্তবর্তী ওয়াশুক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফসল ভেসে গেছে, বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং অনেকে গৃহহীন হয়ে পড়েছেন।
এছাড়া লরেলাই ও সুরব এলাকার সোলার প্যানেলগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে তিন শিশুসহ ছয়জন পানিতে ডুবে মারা গেছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও জরুরি বিভাগ।
এদিকে খাইবার পাখতুনখওয়ার মালাকান্দ, বুনের, মানশেরা ও কারাক জেলায় ভূমিধস ও পানিতে ডুবে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।
চলমান দুর্যোগ পরিস্থিতিতে পাকিস্তানের জাতীয় জরুরি কেন্দ্র (ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার – এনইওসি) আগামী দুই দিনের জন্য ভারি বৃষ্টি ও বন্যাজনিত সতর্কতা জারি করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।