আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের রাজধানীর ইসলামাবাদের রাওয়ালপিন্ডি শহরের একটি আবাসিক এলাকায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।
Advertisement
মঙ্গলবার (৩০ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধার কর্মকর্তা ফারুক বাটের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে পাঁচজন ক্রু এবং বাকি ১০ জন বেসামরিক নাগরিক ছিলেন।
দুর্ঘটনার পর ওই এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে ছিল। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।