পাকিস্তানের চিড়িয়াখানায় জন্ম নিল বিরল সাদা সিংহের বাচ্চা

সাদা সিংহ

পাকিস্তানের চিড়িয়াখানায় দেখা গেল একসাথে ছয়টি বিরল সাদা সিংহের। মাত্র কয়েক মাস আগে জন্ম নেওয়া এসব সাদা সিংহ এখন দর্শকদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। গত বছরের ডিসেম্বরে এ ছয়টি সাদা সিংহের জন্ম হয়।

সাদা সিংহ

এ ছয়টি সাদা সিংহের মা ও বাবা দুই জন হচ্ছে আফ্রিকার সিংহ। আফ্রিকা থেকে তাদের এখানে আনা হয়েছে। জন্ম নেওয়া সবকয়টি সিংহ পুরুষ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জন্মের সময় এদের ওজন ছিল মাত্র এক কেজি।

তবে চিড়িয়াখানার বিষয় যত্নে তাদের ওজন এখন 12 কেজিতে দাঁড়িয়েছে। গত এপ্রিল মাসে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এদের দেখার জন্য। এরপর থেকে দর্শনার্থীদের আনাগোনা বাড়তে থাকে চিড়িয়াখানায়।

কর্তৃপক্ষ তিন মাস বাচ্চাদের নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রেখেছে। তাদের বিশেষ যত্ন নেওয়া হয়েছিল। এর আগে দক্ষিণ এশিয়ার কোথাও এতগুলো সিংহের বাচ্চার একসাথে জন্ম হয়নি। বর্তমানে এদের মুরগি ও গরুর মাংস দেওয়া হচ্ছে।

বাচ্চাদের যতটা সম্ভব প্রাকৃতিক পরিবেশে বড় করতে পারলেই বেটার হবে। প্রথমে সিংহের শাবকেরা মায়ের দুধ পেলেও এখন তারা মাংস খেতে পারতেছে। এসব শাবকদের নামকরণ এখনো করা হয়নি। চিড়িয়াখানার কর্তৃপক্ষ মনে করেন যে, দর্শকরা যেসব নাম প্রস্তাব করবেন সেখান থেকে ছয়টি নাম গ্রহণ করা হবে।

ফেসবুকে এ নিয়ে প্রচারণা শুরু হয়েছে। প্রকৃতিতে সাদা সিংহ খুবই বিরল। এরা তিন থেকে চার বছর বয়সে পরিপক্কতা লাভ করে থাকে। এদের গড় জীবন কাল মাত্র 18 বছর। তাদের গৃহপালিত হিসেবে বড় করতে চায় না চিড়িয়াখানা কতৃপক্ষ। তারা যেনো মুক্ত পরিবেশ পায় সেটা নিশ্চিত করা হবে।