স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন অধিনায়ক মাহমুদউল্লাহর সংবাদ সম্মেলনে ঘুরেফিরে আসলো মুশফিকুর রহিমের দলের না থাকার প্রসঙ্গ। তবে বাংলাদেশ দলের এই অধিনায়ক প্রতিবারই এই প্রসঙ্গ এড়িয়ে গেছেন।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছিলেন, এই সিরিজে মুশফিককে বিশ্রাম দেওয়া হয়েছে।
তবে বুধবার সাক্ষাৎকারে মুশফিক নিজে দাবি করেন, বিশ্রাম নয়, তাকে বাদই দেওয়া হয়েছে । টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য বিশ্রাম দেওয়া হয়েছে বলে নির্বাচকরা জানালেও মুশফিক বলেন, তার জন্য প্রস্তুতির যথেষ্ট সুযোগ রাখা হয়নি।
সিরিজ শুরুর আগের দিন মাহমুদউল্লাহর সংবাদ সম্মেলনে উঠে এই প্রসঙ্গ উঠলে মাহমুদউল্লাহ তা অন্য দিকে ঠেলে দেন।
তিনি বলেন, আমার মনে হয় এটা টিম ম্যানেজমেন্টের কাউকে প্রশ্ন করলে ভালো হবে। আমি কোনো মন্তব্য করতে চাই না। শুধু এটুকু বলতে চাইছি, মুশফিককে আমরা অবশ্যই মিস করতে যাচ্ছি।
অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ নিজেও টিম ম্যানেজমেন্টের অংশ এর জবাবে তিনি বলেন, মুশফিক কি বলেছে, আমি নিজেও জানি না। আমি দেখি, জানি তার পর আমাদের কথা হবে।
পরে আবার জিজ্ঞেস করা হলে মাহমুদউল্লাহ আবার এড়িয়ে গিয়ে বলেন, সিরিজের আগে এই ধরনের প্রশ্নে মন্তব্য না করাই ভালো।
তবু পরের প্রশ্নটিও করা হয় মুশফিককে নিয়ে। অধিনায়ক হিসেবে মুশফিকের বাদ বা বিশ্রামে তার ভূমিকা কতটুকু ছিল? মাহমুদউল্লাহ এবার গভীরে না গিয়েও বোঝালেন, সমস্যার মূল বেশ গভীরে।
তিনি বলেন, আমার অবস্থানের কথা বলতে হলে অনেক কথাই বলা হবে এবং এটা অনেক ভেতরের কথা। আমার মনে হয় না, এসব এই মুহূর্তে আমার বলা উচিত। মুশফিক সম্পর্কিত প্রশ্নের উত্তর টিম ম্যানেজমেন্ট দিতে পারবে।
এদিকে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া সেই বক্তব্যের প্রসঙ্গও তুললেন মাহমুদউল্লাহ। জানালেন, প্রধানমন্ত্রীর এমন উৎসাহ-অনুপ্রেরণা সবসময়ই দলের জন্য কল্যাণকর।
মাহমুদউল্লাহ বলেন, ‘আলহামদুলিল্লাহ্। আমিও শুনেছি (প্রধানমন্ত্রীর) কথাটা। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার এই কথা আমাদের আরও অনুপ্রাণিত করবে। সত্যি কথা বলতে, এটা আমাদের দলের জন্য অনেক ইতিবাচক একটা মন্তব্য। প্রধানমন্ত্রী সবসময় যেভাবে আমাদের অনুপ্রাণিত করেন, সমর্থন করেন এটা অবিশ্বাস্য। এর জন্য তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে এটা নিশ্চিত করবো যে, আমরা যেনো আমাদের শতভাগের বেশি দিয়ে এই সিরিজটা খেলতে পারি। ইনশাআল্লাহ্।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।