স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের লড়াইয়ে নামার আগমুহূর্তে আবারও কোচ বদলে ফেলল ভারত! করোনায় আক্রান্ত হওয়া নিয়মিত কোচ রাহুল দ্রাবিড় দলের সঙ্গে যোগ দিয়েছেন। তার বদলি হিসেবে এশিয়া কাপে কোচ হিসেবে যাওয়া ভিভিএস লক্ষণ ফিরে যাচ্ছেন ভারতে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দ্রাবিড়ের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় তিনি দুবাই উড়ে গেছেন।
এশিয়া কাপের বাকি সময় দ্রাবিড়ের অধীনেই খেলবে ভারত।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কোচ দ্রাবিড় কোভিড মুক্ত। তিনি দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তার অনুপস্থিতিতে অন্তর্বর্তী কোচ হিসাবে দলের সঙ্গে ছিলেন লক্ষ্মণ। তিনি বেঙ্গালুরু ফিরে ভারত “এ” দলের সঙ্গে যোগ দেবেন। ‘ উল্লেখ্য, নিউজিল্যান্ড “এ” দলের সঙ্গে ভারত “এ” দল ৩টি চার দিনের ম্যাচ এবং ৩টি ৫০ ওভারের ম্যাচ খেলবে।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গত ২৩ আগস্ট থেকে বেঙ্গালুরুতে নিজের বাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন দ্রাবিড়। বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের সদস্যরা তার শরীরিক পরিস্থিতির উপর নজর রাখছিলেন। দ্রাবিড়ের দেহে করোনার মৃদু উপসর্গ ছিল। বিসিসিআই সচিব জয় শাহ আগেই জানিয়ে ছিলেন, সুস্থ হলেই দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন দ্রাবিড়। রোহিতদের প্রথম ম্যাচের আগেই তিনি দুবাই পৌঁছে যাওয়ায় ভারতীয় শিবিরে স্বস্তি ফিরে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।