স্পোর্টস ডেস্ক: চলছে টি-২০ বিশ্বকাপ। জমজমাট এই লড়াইয়ে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাইয়ে শুরু হবে ভারত-পাকিস্তান মহারণ। সারাবিশ্ব এই ম্যাচের দিকে তাকিয়ে আছে। বিশ্বকাপের পরেই টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন বিরাট কোহলি। ওয়ার্কলোড ম্যানেজ করার জন্যই তিনি নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। কোহলির সেই সিদ্ধান্ত নিয়ে বিস্তর কাটাছেঁড়া হয়েছে। একাধিক বিতর্কিত ঘটনাও মিডিয়ায় প্রকাশ হয়ে যায়।
পাকিস্তান ম্যাচের আগে আরও একবার সেই নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গ উঠতেই সাংবাদিক সম্মেলনে মেজাজ হারালেন কোহলি। রেগেমেগে তিনি বলেন, ‘পুরো ঘটনা আগেই বিস্তারিত ব্যাখ্যা করেছি। মনে হয় না, এই বিষয়ে আর নতুন কিছু বলার আছে। আমাদের আপাতত যাবতীয় ফোকাস দল হিসেবে বিশ্বকাপে ভালো খেলা। অনেকেই এই ঘটনা নিয়ে খোঁচাখুঁচির চেষ্টা করছেন। যেগুলোর কোনো মানে হয় না। আমি এমন কেউ নই যে আমাকে ছাড়া কিছু হবে না। আমি অবশ্যই সমর্থন দিয়ে যাব।’
একদিন আগেই বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন, নেতৃত্ব ছাড়ার বিষয়ে কোহলির ওপর কোনো চাপ প্রয়োগ করা হয়নি। কোহলি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ সম্মেলনে কোহলি আরও বলেন, ‘সততার সঙ্গে নিজের অবস্থান আগেই স্পষ্ট করেছিলাম। আমার ব্যাখ্যার বাইরেও যদি কারোর মনে হয়, আরও কিছু বিষয় আছে, তাঁদের প্রতি আমার সহানুভূতি থাকল। যা ভাবা হচ্ছে ঘটনা মোটেই সেরকম নয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।