জুমবাংলা ডেস্ক : ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময় পাচার হওয়া ১৯ বাংলাদেশিকে দুই বছর পর ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ এদেরকে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে সোপর্দ করে।
পরে ইমিগ্রেশন কার্যক্রম শেষে তাদের ১৪ জনকে জাস্টিস এন্ড কেয়ার এবং পাঁচজনকে রাইটস যশোর (এনজিও সংস্থা) আইনি সহায়তা দিয়ে পরিবারের কাছে পৌঁছে দিতে দায়িত্ব গ্রহণ করেছেন।
ফেরত আসা বাংলাদেশিদের গ্রহণকারী এনজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ারের প্রোগ্রামার অফিসার শাওলী শাওন জানান, ভালো কাজের কথা বলে দালালরা এদের ভারতে নেয়। পরে বিভিন্ন ঝুঁকিমূলক কাজে ব্যবহার করে। এসময় খবর পেয়ে ভারতীয় পুলিশ পুনে শহর থেকে তাদের উদ্ধার করে আদালতে সোপর্দ করলে শেল্টার হোমে আশ্রয় হয়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ট্রাভেল পারমিটে এরা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসা নারীরা পাচারকারীদের সনাক্ত করে যদি মামলা করতে চায় তাদের সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।
ফেরত আসারা হলেন- রাজশাহী জেলার আজাদুল ইসলাম, নওগাঁর রুবেল রানা, বাগেরহাটে জেলার মারিয়া খাতুন, তানিয়া খানম, যশোর জেলার সোনিয়া পারভিন, ফাতিমা খাতুন, আফরোজা খাতুন, চুয়াডাঙ্গা জেলার রাহিমা খাতুন, পটুয়াখালী জেলার নাসরিন বিউটি বেগম, নড়াইল জেলার খাদিজা পারভিন, শেফালি খাতুন, বিউটি খাতুন, রুনা বেগম, রোমেনা খানম, পলি বেগম খুলনার আছমা খাতুন ও সুনামগঞ্জ জেলার শেফালী বেগম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।