বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: রিয়েলমি ১০ প্রো সিরিজের (Realme 10 Pro Series 5G) ৫জি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে চীনে। রিয়েলমি ১০ প্রো সিরিজে রয়েছে রিয়েলমি ১০ প্রো (Realme 10 Pro) এবং রিয়েলমি ১০ প্রো প্লাস (realme 10 Pro Plus)- এই দুই ফোন। জানা গিয়েছে, দুটো ফোনেই রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। আপাতত চীনেই পাওয়া যাচ্ছে রিয়েলমি ১০ প্রো সিরিজের এই ফোনগুলি। তবে খুব তাড়াতাড়ি ভারতেও লঞ্চ হবে এই ফোনগুলি।
রিয়েলমি ১০ প্রো ফোনের স্পেসিফিকেশন
এই ফোনে রয়েছে একটি ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। তার উপরে রয়েছে পাঞ্চ হোল কাট আউট। সেখানে সেলফি ক্যামেরা সেনসর সেট করা রয়েছে। ফুল এইচডি প্লাস রেজোলিউশন রয়েছে এই ডিসপ্লেতে। আসলে এই ডিসপ্লে একটি Flat LCD প্যানেল, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
রিয়েলমি ১০ প্রো ফোনে রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেনসর। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেনসর।
রিয়েলমি ১০ প্রো ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
রিয়েলমি ১০ প্রো প্লাস ফোনের স্পেসিফিকেশন
এই ফোনে রয়েছে একটি ৬.৭ ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে রয়েছে পাঞ্চ হোল কাট আউট। সেখানে সেট রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর। ফুল এইচডি প্লাস রেজোলিউশন রয়েছে এই ডিসপ্লেতে।
এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।
এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। তার সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর রয়েছে। ৪কে ভিডিও রেকর্ডিং হবে এই ফোনের ক্যামেরাতে। ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
স্মার্টফোনের সবচেয়ে শক্তিশালী প্রসেসর Snapdragon 8 Gen 2 VS Dimensity 9200: কোনটি সেরা?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।