পাঞ্জাবে উপনির্বাচনে বড় জয় পেল ইমরান খানের দল

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাবে প্রাদেশিক পরিষদের উপনির্বাচনে ২০টি আসনের মধ্যে কমপক্ষে ১৫ আসনে জয় লাভ করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

বেসরকারি ফলাফলের ভিত্তিতে আজ সোমবার এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।

বেসরকারি ফলাফল অনুসারে, পিটিআই মধ্য পাঞ্জাবে পাঁচটি, উত্তরে পাঁচটি এবং দক্ষিণ পাঞ্জাবে বেশ কিছু আসন জয় লাভ করেছে। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইমরান খানের দল হেরেছে লাহোরে একটি, দক্ষিণ পাঞ্জাবের তিনটি এবং উত্তরে একটি আসনে।

এতে প্রদেশের ১৪টি জেলায় অনুষ্ঠিত এই উপনির্বাচনে ক্ষমতাসীন নওয়াজ শরীফের দল মুসলিম লিগ-এন (পিএমএল-এন) ইমরান খানের দলের কাছে বড় পরাজয়ের পথে গেল।

এই নির্বাচনে ইতোমধ্যেই নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছে মুসলিম লিগ। দলটির নেতা মালিক আহমাদ খান পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে বলেন, আমি মন থেকে গ্রহণ করে নিলাম, এই নির্বাচনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে।