
স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত বিশ্বকাপে দারুণ খেলেছেন সাকিব আল হাসান। বাংলাদেশ আশানুরূপ ভালো করতে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন এই অলরাউন্ডার। এর স্বীকৃতিও পাচ্ছেন তিনি। বিশ্বকাপের সেরা একাদশে থাকছে তার নাম। এবার ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইনএসপিএন ক্রিকইনফোর পাঠকের ভোটে বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
দ্বাদশ বিশ্বকাপে বাংলাদেশ দল আসর শেষ করে পয়েন্ট টেবিলের আটে থেকে। তবে দল ব্যর্থ হলেও উজ্জ্বল ছিলেন সাকিব। বিশ্বকাপের ইতিহাসের সেরা অলরাউন্ড পারফর্ম করে তিনি ছিলেন সেরা খেলোয়াড় হওয়ার দৌড়েও। শেষপর্যন্ত কেন উইলিয়ামসনের কাছে হেরে গেলেও সাকিব বিশ্বকাপের সেরা একাদশে সুযোগ পাচ্ছেন অবলীলায়।
পাঠকরাও তাই সাকিবকে রেখেছেন সেরাদের তালিকায়। এই একাদশের অধিনায়ক উইলিয়ামসন। নিউজিল্যান্ডকে অনেকটা একক প্রচেষ্টায় ফাইনালে তোলা কিউই অধিনায়কের দেশ থেকে আছেন আরও এক ক্রিকেটার। শিরোপাজয়ী ইংল্যান্ডের তিনজন ক্রিকেটার আছেন একাদশে। সেমিফাইনালে বাদ পড়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ারও তাই। এছাড়া ভারতের দুজন ক্রিকেটার রয়েছেন ক্রিকইনফোর পাঠকদের বাছাই করা এই একাদশে। একাদশে সাকিবই একমাত্র ক্রিকেটার যিনি সেমিফাইনাল খেলতে পারেননি।
ক্রিকইনফোর পাঠকদের ভোটে নির্বাচিত বিশ্বকাপ সেরা একাদশ: জেসন রয়, রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন (অধিনায়ক), সাকিব আল হাসান, বেন স্টোকস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, জফরা আর্চার, লকি ফার্গুসন, জাসপ্রিত বুমরাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।