বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বিশ্বব্যাপী ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যাও। আর অসংখ্য ফিচারে সাজানো এই প্ল্যাটফর্মটি। ব্যবহারকারীদের টেলিগ্রাম ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করতেই এতোসব আয়োজন তাদের। জানেন কি? এখন থেকে মেসেজ শিডিউলও করা যাবে টেলিগ্রামে।
টেলিগ্রামে যেসব নতুন ফিচার রয়েছে তার মধ্যে অন্যতম হল শিডিউল মেসেজ সার্ভিস। কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো এক ব্যক্তিকে মেসেজ করতে চাইলে মেসেজ শিডিউল করে রাখা সম্ভব। যে সময়ের জন্য মেসেজ শিডিউল করা হবে ঠিক সেই সময়েই মেসেজ সেন্ড হবে।
এই জনপ্রিয় ফিচারটি অনেকদিন ধরে চালু থাকলেও অনেকের অজানা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক খুব সহজেই কীভাবে মেসেজ শিডিউল করতে পারবেন-
প্রথমে আপনার ফোনে থাকা টেলিগ্রাম অ্যাপটি ওপেন করুন। যাকে মেসেজ পাঠাতে চাইছেন তার টেক্সট উইন্ডোটি ওপেন করুন।
এরপর নির্দিষ্ট জায়গায় আপনার মেসেজটি টাইপ করুন।
Send অ্যারোর জায়গায় লং প্রেস করুন। অর্থাৎ সাধারণত সঙ্গে সঙ্গে মেসেজটি পাঠানোর জন্য একবার ক্লিক করতে হয়। ঠিক সেরকমই একবার না ক্লিক করে ওই অ্যারোটি কিছুক্ষণ প্রেস করে ধরে রাখুন।
এরপর একটি অপশন দেখা যাবে। তা হল Schedule Message।
সেখানে ক্লিক করলে জানতে চাওয়া হবে কোন দিন এবং কোন সময় মেসেজটি পাঠাতে চাইছেন।
নিজের প্রয়োজন মতো টাইম ও ডেট সিলেক্ট করে দিন এবং একদম নিচে থাকা নীল বাটনটি প্রেস করুন।
পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে মেসেজটি Send হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।