জুমবাংলা ডেস্ক : প্রতিদিন ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ বিক্রির জন্য উঠছে সামুদ্রিক মাছের পাইকারি বাজার বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে। সরবরাহ ভালো থাকায় কমেছে দাম। এখন রূপালী ইলিশে সয়লাব বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র।
প্রতিদিন শতাধিক ট্রলারের মণকে মণ ইলিশ উঠছে। ইলিশের স্তূপকে ঘিরে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে পাইকার ও আড়তদারদের হাকডাক, বেচা বিক্রি।
গত এক সপ্তাহ ধরে পর্যাপ্ত মাছের সরবরাহ থাকায় কমছে ইলিশের দাম। বর্তমানে ৩০ হাজারে নেমে এসেছে এক কেজি ওজনের ইলিশের মণ।
সরবরাহ অব্যাহত থাকলে গত মাসের রাজস্ব ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন বরগুনা পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র ব্যবস্থাপক লে.কমান্ডার বিএন এম নুরুল আমিন।
গত মাসের শেষ ৫ দিনে সাড়ে ২২ হাজার মণ মাছ থেকে রাজস্ব আদায় হয়েছে মাত্র ১ লাখ ২৯ হাজার ৭শ’ ৮৫ টাকা। আর এ মাসের প্রথম ৫দিনেই মাছ বিক্রি হয়েছে ১ লাখ সাড়ে ৩৩ হাজার মণ, যা থেকে রাজস্ব এসেছে ৭ লাখ ৭৭ হাজার ৬শ ২০ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।