আন্তর্জাতিক ডেস্ক : পানি ভেবে হাতে তুলে নিয়ে মুখে ঢেলে দিলেন স্যানিটাইজার! এরপর যা হওয়ার তাই! ঘটনা বুঝতে পেরে চমকে উঠে মুখ থেকে ফেলেও দেন। তবে পুরো দৃশ্যের ভিডিও ধারণ করা হয় কোনো একভাবে। এই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়
স্থানীয় সময় বুধবার ভারতের মুম্বাইয়ের বৃহন্মুম্বাই মিউনিসিপাল করপোরেশনের (বিএমসি) এক কর্মকর্তা ঘটিয়েছেন এ ঘটনা।
ইন্ডিয়া টুডে বলছে, বিএমসির ডেপুটি কমিশনার রমেশ পাওয়ার শিক্ষা বাজেট উপস্থাপন করতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হন। সেই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে।
এরই মধ্যে পাঁচ হাজার ভিউ হয়েছে কর্মকর্তা রমেশের স্যানিটাইজার ‘পানের’ ভিডিও। শেয়ার করছেন অনেকে। একজন লিখেছেন, ‘বাজেট উত্থাপনের আগে উত্তেজনা’।
বিএমসি সূত্র জানিয়েছে, স্যানিটাইজার এবং পানির বোতল পাশাপাশি রাখা ছিল। এ ঘটনার পর বাজেট উত্থাপনের টেবিল থেকে স্যানিটাইজারের বোতল সরিয়ে নেওয়া হয়েছে। ডেপুটি কমিশনার রমেশ কোথায় আছেন, কেমন আছেন তা জানায়নি কর্তৃপক্ষ। তবে তিনি সুস্থ আছেন বলে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।